Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রোহিঙ্গা সংকট মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ’


২৮ আগস্ট ২০১৯ ২৩:২২ | আপডেট: ২৮ আগস্ট ২০১৯ ২৩:২৬

কক্সবাজার: কক্সবাজারের পর্যটন ব্যবস্থার উন্নয়ন, বঙ্গোপসাগরের সীমানা বৃদ্ধি ও সম্ভাবনাসহ বিভিন্ন ইস্যুতে গণমাধ্যম ও সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বলে জানিয়েছেন সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার। একইসঙ্গে তিনি আরও বলেন, কক্সবাজারে রয়েছে রোহিঙ্গা সমস্যা। এই সংকট মোকাবিলায় সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

ভবিষ্যতেও এই পেশাদারিত্ব অব্যাহত থাকবে বলে আশা করেন তিনি।

বিজ্ঞাপন

বুধবার (২৮ আগস্ট) রাত সাড়ে ৮টায় কক্সবাজার প্রেসক্লাবের সম্মেলন কক্ষে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সুরথ কুমার সরকার এসব কথা বলেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সহ-সভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা ও সাবেক কোষাধ্যক্ষ খাইরুজ্জামান কামাল। এই আয়োজনে সভাপতিত্ব করেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের।

কক্সবাজারে সরকারের উন্নয়নের মহাযজ্ঞ সাংবাদিকরা তুলে ধরতে পারেন জানিয়ে সুরথ কুমার সরকার আরও বলেন, কক্সবাজারের পর্যটন উন্নয়নে বর্তমান সরকার মহা-কর্মযজ্ঞ হাতে নিয়েছে। ইতোমধ্যে বড় বড় মেঘা প্রকল্পগুলোর কাজ শুরু হয়েছে। এ কারণে কক্সবাজার সাংবাদিকদেরও সংবাদের ক্ষেত্র তৈরি হয়েছে। মূলতঃ সাংবাদিকরাই সেই ক্ষেত্রকে কাজে লাগিয়ে উন্নয়নের মহা-কর্মযজ্ঞ লেখনীর মাধ্যমে তুলে ধরতে পারেন।

তিনি বলেন, বিশেষ করে আমাদের বঙ্গোপসাগরের সীমানা পরিধি এখন অনেক গুন বেড়ে গেছে। সেই বিষয়টিও নানাভাবে তুলে ধরা দরকার। এছাড়াও কক্সবাজারে রয়েছে রোহিঙ্গা সমস্যা। এই রোহিঙ্গা সংকট মোকাবিলায় সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আশা করি ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, বিএফইউজে’র নির্বাহী সদস্য এডভোকেট আয়াছুর রহমান, কক্সবাজার ভয়েস ডটকমের সম্পাদক বিশ্বজিত সেন, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল। আরও ছিলেন, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সদস্যসহ জেলার কর্মরত সাংবাদিকরা।

কক্সবাজার প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার রোহিঙ্গা সংকট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর