ডিসি ইব্রাহিমের বিষয়ে মন্ত্রণালয় তদন্ত করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
২৮ আগস্ট ২০১৯ ১৯:৫৯ | আপডেট: ২৮ আগস্ট ২০১৯ ২০:০২
ঢাকা: ডিসি ইব্রাহিমের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত চলছে। তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা যদি প্রমাণিত হয় তবে তাকে বরখাস্ত করা হবে। আর যদি কোনো অভিযোগ প্রমাণিত না হয় তাহলে তাকে স্বপদে বহাল করা হবে বলে জানিয়েছেন স্বরাস্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার (২৮ আগস্ট) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার ঢাকা ওয়াসা ভবনে শ্রমিক লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ডিসি ইব্রাহিমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। কারণ তার বিরুদ্ধে একটি অভিযোগ উত্থাপিত হয়েছে। কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠলে তাকে প্রথমে সাময়িকভাবে বরখাস্ত করা হয় এবং তদন্ত করা হয়। ডিসি ইব্রাহিমের বেলাতেও তাই হয়েছে।’
ডিসি ইব্রাহিমের বিরুদ্ধে অভিযোগ কি ছিল জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘তার কর্তব্যে অবহেলা পাওয়া গেছে। যা সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী যায় না। তার বিরুদ্ধে চূড়ান্তভাবে অভিযোগ কি তা তদন্তের আগে বলা যাবে না।’
শুধু কি ডিসির বিরুদ্ধেই অভিযোগ নাকি আরও কেউ আছে, থাকলে তাদের কি হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘তদন্ত প্রতিবেদন অনুযায়ী সবার বিরুদ্ধেই একই ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, রাজধানীর নবাবপুরে শহীদ পরিবারের বাড়ি দখল করতে ভূমি দস্যুদের সহায়তা করার অভিযোগ উঠেছে ডিসি ও ওসির বিরুদ্ধে। এই ঘটনা আইজিপির নির্দেশে পুলিশের কয়েকটি বিভাগ তদন্ত করলে ডিসি ইব্রাহিমের বিরুদ্ধে নানারকম অসঙ্গতি খুঁজে পায় তদন্ত কমিটি। এর জেরেই গত রোববার তৎকালীন লালবাগ বিভাগের ডিসি ইব্রাহিম খানকে সাময়িক বরখাস্ত করে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়।