Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯২ শতাংশ ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, নতুন ভর্তি ১১৫৭ জন


২৮ আগস্ট ২০১৯ ১৯:১৫

ঢাকা: চলতি বছরের ২৮ আগস্ট পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ৬৭ হাজার ২২১ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৬১ হাজার ৮২২ জন। অর্থাৎ প্রায় ৯২ শতাংশ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। পাশাপাশি মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল ৮টা থেকে বুধবার (২৮ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময়ে ১ হাজার ১৫৭ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার এসব তথ্য জানান। এছাড়া বর্তমানে চিকিৎসাধীন আছেন ৫ হাজার ২২২ জন রোগী। বাকি ১৭৭ জনের মৃত্যু হলেও এদের মধ্যে ৫২ জন ডেঙ্গুতেই মারা গেছেন বলে নিশ্চিত হয়েছে স্বাস্থ্য অধিদফতর।

ডা. আয়শা আক্তার জানান, ২৪ ঘণ্টায় ঢাকা শহরে ৫৫১ জন এবং ঢাকার বাইরে ৬০৬ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৮৮২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২ হাজার ৩৪০ জন রোগী।

এদিকে, চলতি বছর সরকারি হিসেবে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বমোট মৃত্যুর সংখ্যা বলা হয়েছে ৫২ জন। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) ৮৮টি সম্ভাব্য মৃত্যু পর্যালোচনা করে এই ৫২ জনের ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সাবরিনা ফ্লোরা জানান, ২০১৯ সালে এখন পর্যন্ত আমাদের কাছে সম্ভাব্য ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ১৭৭ টি মৃত্যুর ঘটনা এসেছে। এর মধ্যে ডেঙ্গুতে মৃত্যু পর্যালোচনা কমিটি ৮৮টি মৃত্যু পর্যালোচনা করেছে। তার মধ্যে ৫২ জনের ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে।

গত ২৪ ঘণ্টায় ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ৯০ জন, এসএমসি ও মিটফোর্ড হাসপাতালে ৭৩ জন, ঢাকা শিশু হাসপাতালে ২২ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৮ জন ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

এছাড়াও বিএসএমএমইউতে ১৪ জন, রাজারবাগ পুলিশ হাসপাতালে ১০ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৫৭ জন, পিলখানা বিজিবি হাসপাতালে ভর্তি হয়েছেন ১ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ১৪ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৪৮ জন রোগী, নিটোরে ২ জন ও কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ৩ জন রোগী ভর্তি হয়েছেন।

অন্যদিকে, ঢাকা শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে নতুনভাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৭৯ জন রোগী।

পাশাপাশি ঢাকা বিভাগের জেলা শহরগুলোতে ১৫৯ জন, চট্টগ্রাম বিভাগে ৯৭ জন ও খুলনা বিভাগে ১৩৮ জন, রংপুর বিভাগে ১৩ জন, রাজশাহী বিভাগে ৬৭ জন, বরিশাল বিভাগে ১০৫ জন, সিলেট বিভাগে ৯ জন, ময়মনসিংহ বিভাগে ১৮ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

কমছে ডেঙ্গু ডেঙ্গু আক্রান্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর