Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছেলেকে শ্বাসরোধ করে হত্যার পর বাবার আত্মহত্যা


২৮ আগস্ট ২০১৯ ১৭:১৪

গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে শিশু সন্তানকে হত্যার পর বাবা আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৭ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে টঙ্গীর হাজিবাড়ি এলাকার একটি ভাড়াবাসায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন নরসিংদীর বেলাব থানার বটেশ্বর এলাকার বাসিন্দা আব্দুল হালিম (৩২) ও তার ছেলে নোমান (৮)। নিহত নোমান প্রতিবন্ধী শিশু ছিল।

আব্দুল হালিম পরিবারের সদস্যদের নিয়ে হাজিবাড়ি এলাকার শাহজাদা আলমের বাড়িতে ভাড়া থাকতেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, চার সন্তান ও স্ত্রীকে নিয়ে ওই বাসায় বাস করতেন আব্দুল হালিম। সংসারে অভাব অনটন থাকায় মানসিকভাবে ভেঙ্গে পড়েছিলেন আব্দুল হালিম। এক পর্যায়ে রাত ২টার দিকে প্রতিবন্ধী ছেলে নোমানকে শ্বাসরোধ করে হত্যা করেন তিনি। পরে নিজেও বারান্দার গ্রিলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।

বুধবার (২৮ আগস্ট) সকালে তার স্ত্রী দুজনের মৃতদেহ দেখে কান্নাকাটি ও চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে যায়। পরে, বেলা সাড়ে ১১টার দিকে খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে।

আত্মহত্যা ছেলেকে শ্বাসরোধ করে হত্যা টপ নিউজ বাবার আত্মহত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর