Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসি সচিবালয়ের চার কর্মকর্তা বদলি


২৮ আগস্ট ২০১৯ ১৬:১৭ | আপডেট: ২৮ আগস্ট ২০১৯ ১৮:০৪

ঢাকা: নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) মহাপরিচালকসহ নির্বাচন কমিশনের (ইসি) আওতাধীন চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এরা হলেন ইটিআই মহাপরিচালক মোস্তফা ফারুক, ইসি পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান, আঞ্চলিক নির্বাচনি কর্মকর্তা (ফরিদপুর) মোঃ নূরুজ্জামান তালুকদার, আঞ্চলিক নির্বাচনি কর্মকর্তা (সিলেট) মোহাম্মদ ইসরাইল হেসেন।

বুধবার (২৮ আগস্ট) রাষ্ট্রপতির আদেশে ইসির সহকারি সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদেরকে বদলি করা হয়েছে বলে সারাবাংলাকে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব মো: মুখলেছুর রহমান।

বিজ্ঞাপন

ইসি সূত্র জানায়, চার কর্মকর্তার মধ্যে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ইটিআই‘র মহাপরিচালক মোস্তফা ফারুককে বদলি করে ফরিদপুর আঞ্চলিক নির্বাচনি কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ নূরুজ্জামান তালুকদারকে ইটিআই‘র মহাপরিচালক (চলতি দায়িত্বে) পদায়ন করা হয়েছে।

এছাড়াও ইসির পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামানকে বদলি করে সিলেটে পাঠানো হয়েছে। অন্যদিকে, সিলেটের আঞ্চলিক নির্বাচনি কর্মকর্তা মোহাম্মদ বেলাল হোসেনকে ইসি সচিবালয়ের পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।

ইসি সূত্র জানায়, চার কর্মকর্তার মধ্যে ইটিআই মহাপরিচালক মোস্তফা ফারুকের বিরুদ্ধে একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে প্রশিক্ষণের নামে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে বদলি করা হয়েছে বলেও জানিয়েছে ইসি।

নির্বাচন কমিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর