Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোনাইমুড়ি পৌর মেয়রের বরখাস্তের আদেশ স্থগিত


২৮ আগস্ট ২০১৯ ১৬:২৩

ঢাকা: নোয়াখালীর সোনাইমুড়ি পৌরসভার মেয়র মো. মোতাহের হোসেনকে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন আদালত।

একইসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জারি করা বরখাস্তের আদেশ কেন কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না— তা জানতে চেয়ে আদালত রুল জারি করেছেন। আগামী চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বুধবার (২৮ আগস্ট) বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল ইসলাম।

গত ২২ আগস্ট মো. মোতাহের হোসেনকে বরখাস্ত করে আদেশ জারি করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। স্থানীয় সরকার বিভাগের উপ সচিব মো. আবদুর রউফ মিয়া স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তার বিরুদ্ধে চারটি অভিযোগ আনা হয়।

ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে গত ২৫ আগস্ট মোতাহের হোসেন রিট করেন। অভিযোগগুলো হলো— প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে বিভিন্ন সময়ে অশোভন, অশালীন মন্তব্য ও কটূক্তি করা; সরকার দেওয়া রোলারের গায়ে স্থানীয় সরকার বিষয়ক স্লোগানগুলো সর্বদা দৃশ্যমান রাখার ক্ষেত্রে অনীহা; পৌরসভার গাড়ি নিয়ে অধিকাংশ সময় ঢাকায় অবস্থান করায় জনগণ সেবাপ্রাপ্তির ক্ষেত্রে হয়রানি ও ভোগান্তির শিকার হওয়া এবং আইনের তোয়াক্কা না করে অনিয়ম ও নিয়োগ বাণিজ্যের মাধ্যমে বিভিন্ন পদে লোক নিয়োগ দেওয়া।

এসব অভিযোগ প্রমাণ হওয়ায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ধারা ৩১(১) অনুযায়ী মো. মোতাহের হোসেনকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ।

বিজ্ঞাপন

অনিয়ম পৌরসভা সোনাইমুড়ি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর