Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়কের পাশে পড়ে ছিল গাড়ি চালকের গলা কাটা মৃতদেহ


২৮ আগস্ট ২০১৯ ১৫:১৫

যশোর: যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি থেকে হাসানুজ্জামান জগলু নামে এক ব্যক্তির গলা কাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৮ আগস্ট) সকাল ৬ টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের পাশ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। জগলু ঝিনাইদহের এলজিইডির নির্বাহী প্রকৌশলীর গাড়ি চালক ছিলেন। তার বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার যোগিয়া গ্রামে।

জগলুর সহকর্মীরা জানান, মঙ্গলবার (২৭ আগস্ট) এশার নামাজ আদায়ের জন্য তিনি ঝিনাইদহের এলজিইইডর  ডাকবাংলো থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। রাতে তাকে অনেক খোঁজাখুঁজি করে না পাওয়ায় ঝিনাইদহ পুলিশকে বিষয়টি জানানো হয়।

যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক মনিরুজ্জামান বলেন, ধারণা করা হচ্ছে জগলুকে অন্য কোথাও হত্যা করে সড়কের পাশে মৃতদেহটি ফেলে রাখা হয়। তবে কি কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

গলা কেটে হত্যা মৃতদেহ উদ্ধার

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর