Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুরমা ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু


২৮ আগস্ট ২০১৯ ১৪:৪৮

হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় সুরমা মেইল ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২৮ আগস্ট) সকালে অলিপুর রেল গেইটের পাশে এই ঘটনা ঘটে।

নিহত নারীর নাম সালমা আক্তার (২৮)। তিনি বানিয়াচং উপজেলার সুজাতপুর গ্রামের ইয়াসিন মিয়ার স্ত্রী। তাদের দুই ছেলে ও দেড় বছরের একটি মেয়ে সন্তান রয়েছে।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান আহমেদ জানান, সালমা আক্তার ও তার স্বামী উপজেলার সুরাবই গ্রামের একটি বাড়িতে ভাড়া থাকতেন। সেইসঙ্গে অলিপুর রেলগেইটের পাশে একটি চায়ের দোকান চালাতেন। সকাল ৯টার দিকে আখাউড়া-সিলেট রেলপথের অলিপুর রেল গেইটের পাশ দিয়ে মহাসড়ক পারাপারের সময় সুরমা ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই সালমার মৃত্যু হয়।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করেছে বলেও জানান ইমরান আহমেদ।

ট্রেনের ধাক্কা নারীর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর