আফগানিস্তানে তালেবানের হামলায় ১৪ জনের মৃত্যু
২৮ আগস্ট ২০১৯ ১৩:৫৬ | আপডেট: ২৮ আগস্ট ২০১৯ ১৫:৪০
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশের একটি চেকপয়েন্টের কাছে তালেবান বিদ্রোহীদের বোমার আঘাতে ১৪ জন সরকারপন্থি মিলিশিয়া সদস্যের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) স্থানীয় সময় রাতে এ হামলার ঘটনা ঘটে। আফগান পুলিশের বরাতে এ খবর জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
পুলিশের মুখপাত্র আবদুল আহিদ ওয়ালিযাদা বুধবার (২৮ আগস্ট) এপিকে জানান, রোবাট সাঙ্গি জেলায় গতরাতের হামলায় আরও সাতজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। তবে তালেবানের কতজন হতাহত হয়েছে তা এখনও জানা যায়নি।
আলাদা আরেকটি গাড়িবোমা হামলায় পূর্বাঞ্চলীয় নাঙ্গারহার প্রদেশের জালালাবাদে একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মারা গেছেন এবং আহত হয়েছেন আরও দুই জন। প্রাদেশিক গভর্নরের মুখপাত্র এপিকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তালেবানের পক্ষ থেকে হেরাত প্রদেশের হামলার বিষয়ে দায় স্বীকার করা হলেও অপর হামলার ব্যাপারে কোনকিছু জানানো হয়নি।
উল্লেখ করা যায় যে, আফগানিস্তানে তালেবানের পাশাপাশি ইসলামিক স্টেট (আইএস) এর জঙ্গি সদস্যরা সক্রিয় রয়েছে।