Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইলে কলেজ ছাত্রের মৃতদেহ উদ্ধার


২৮ আগস্ট ২০১৯ ১২:৪৬

নড়াইল: নড়াইলে সাগর দাস নামে এক কলেজ ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ আগস্ট) সকালে নড়াইল-গোবরা সড়কের ধোপাখোলা মোড় এলাকা থেকে সাগরের মৃতদেহ উদ্ধার করা হয়। তার শরীরে কোপের চিহ্ন রয়েছে।

পুলিশ জানায়, নড়াইল সদরের উজিরপুর কলাইতলার গোদাই দাসের ছেলে এবং গোবরা মিত্র কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির ছাত্র সাগর মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে বাইসাইকেলে নিয়ে বাড়ি থেকে বের হয়। রাত অবধি বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পায়নি। পরে বুধবার সকালে নড়াইল-গোবরা সড়কের ধোপাখোলা মোড়ে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।

বিজ্ঞাপন

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, সাগর দাসের ঘাড়ে তিনটি কোপের দাগ রয়েছে। এছাড়া তার হাত-পায়ে জখমের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে নিহতের ব্যবহৃত বাইসাইকেল ও মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে। মৃতদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এছাড়া হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে বলে জানান ওসি ইলিয়াস।

কলেজ ছাত্র নড়াইল মৃতদেহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর