অবশেষে ডেঙ্গুর কাছে হার মানলেন ময়মনসিংহের হাফিজুল
২৮ আগস্ট ২০১৯ ১১:৫১ | আপডেট: ২৮ আগস্ট ২০১৯ ১১:৫৪
ময়মনসিংহ: প্রায় দেড় মাস ডেঙ্গুর সঙ্গে লড়াই করে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন ত্রিশালের হাফিজুল ইসলাম (৩৫)।
মঙ্গলবার (২৭ আগস্ট) দিবাগত রাত চারটার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ময়মনসিংহের ভালুকায় তার মৃত্যু হয়। হাফিজুল ত্রিশালের দরিরামপুরের ইউনুস আলীর ছেলে। সে ঢাকায় তৈরি পোশাক কারখানায় কাজ করতো।
পরিবার সূত্রে জানা যায়, হাফিজুল ঈদের আগে ঢাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বাড়ি ফিরলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বাড়ি নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার আবার তার শারীরিক অবস্থার অবনতি হয়। এদিন প্রচণ্ড জ্বর হলে তাকে ফের ময়মনসিংহ মেডিকেলে নেওয়া হয়। কিন্তু হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাফিজুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। ঢাকায় নেওয়ার পথে ময়মনসিংহের ভালুকায় রাত পৌনে চারটার দিকে তাঁর মৃত্যু হয়।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. লক্ষী নারায়ণ মজুমদার জানান, মঙ্গলবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত এক পোশাককর্মীর মৃত্যু হয়েছে। এছাড়া এখন পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এক হাজার ১৯৬ জন রোগী চিকিৎসা নিয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৮৪ জন।