Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনাজপুরে ট্রাকের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেলের ৪ আরোহীর মৃত্যু


২৮ আগস্ট ২০১৯ ০৯:২৮ | আপডেট: ২৮ আগস্ট ২০১৯ ১১:১৩

দিনাজপুর: দিনাজপুরে পার্বতীপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় চার মোটরসাইকেল আরোহী মারা গেছেন। এসময় আহত হয়েছেন আরও দুজন।

মঙ্গলবার (২৭ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে পার্বতীপুর উপজেলার দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের বাজিতপুরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন- চিরিরবন্দর উপজেলার দৌলতপুর ইউনিয়নের আমবাড়ী গ্রামের আবেদুল শাহের ছেলে ফরহাদ হোসেন (৩৫), একই গ্রামের মো. রুকোনুজ্জামান রুকুর ছেলে অন্তর (৩২),দৌলতপুর ইউনিয়নের নুরুল শাহ্ ছেলে রাজু (২৫) এবং সদর পশ্চিম রামনগর জামায়পাড়া গ্রামের মনসুর আলীর ছেলে আশিক (২৮)।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে তিনটি মোটরসাইকেলে ছয়জন দ্রুতগতিতে ফুলবাড়ী থেকে আমবাড়ীর দিকে আসছিলেন। রাত পৌনে ১০টার দিকে পার্বতীপুর উপজেলার বাজিতপুরে পৌঁছলে সেখানে দাঁড়িয়ে থাকা লোহার রডভর্তি একটি ট্রাকের সঙ্গে তিনটি মোটরসাইকেলেরই জোরে ধাক্কা লাগে। এতে ট্রাকে থাকা রডের আঘাতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এ সময় আহত হন আরও তিনজন। পরে ফুলবাড়ী ফায়ার সার্ভিস নিহত তিনজনের মৃতদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এছাড়া আহতদের দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, দুর্ঘটনাটি পার্বতীপুর উপজেলায় ঘটলেও এটি ফুলবাড়ীর খুব কাছে। এ জন্য নিহতদের মৃতদেহ উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

টপ নিউজ দিনাজপুর পার্বতীপুর মোটরসাইকেল আরোহী সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর