Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এরশাদের আসনে জাপাকে ছাড় দেবে না আওয়ামী লীগ


২৮ আগস্ট ২০১৯ ০৬:০০ | আপডেট: ২৮ আগস্ট ২০১৯ ০৩:১৭

ফাইল ছবি

ঢাকা: এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনে জাতীয় পার্টিকে আওয়ামী লীগ কোনো ছাড় দেবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২৮ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের এ কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা এ পর্যন্ত কোনো উপনির্বাচনে কাউকে ছাড় দিইনি। যার যার নির্বাচন তাদের দলীয় প্রতীকে করবে, জাতীয় পার্টি তাদের প্রার্থিতা দেবে। আওয়ামী লীগও এখানে প্রার্থিতা দেবে।’

এখানে ছাড় দেওয়ার কোনো বিষয় নেই মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘সরকারে থাকা দল হিসেবে এরশাদের ওই আসনে আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করবে। তারাও প্রতিদ্বন্দ্বিতা করবে। এখানে ছাড় দেওয়া বা ভাগাভাগি করার কোনো বিষয় নেই। প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ সবার আছে। আমরাও সেভাবেই এগিয়ে যাচ্ছি।’

আওয়ামী লীগ এরশাদের আসন জাতীয় পার্টি

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর