‘রোহিঙ্গা নিয়ে নোংরা খেলায় মেতেছে, সময়মতো ব্যবস্থা নেওয়া হবে’
২৮ আগস্ট ২০১৯ ০৫:০০ | আপডেট: ২৮ আগস্ট ২০১৯ ০২:৩৬
ঢাকা: রোহিঙ্গা সংকট নিয়ে যারা নোংরা খেলায় মেতে উঠেছে তাদের ব্যপারে সরকারের কাছে তথ্য আছে, সময়মতো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে যুব মহিলা লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।
রোহিঙ্গা নেতা মুহিবুল্লা কীভাবে বাংলাদেশি ইমিগ্রেশন পার হয়ে ইউএসএ গিয়ে প্রেসিডেন্ট ড্রোনাল ট্রাম্পের কাছে গিয়ে আবার একই ইমিগ্রেশন পার হয়ে আবার দুদিন আগের সমাবেশে যোগ দিয়েছেন, এ বিষয়টিকে সরকার কীভাবে দেখছে সাংবাদিকরা জানতে চাইলে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, “সব বিষয়ই আমাদের নলেজে আছে, রোহিঙ্গাদের মানবিক সাহায্য আমরা দিয়ে যাচ্ছি, আশ্রয় দিয়ে যাচ্ছি। তাদেরকে নিয়ে যারা খেলতে চায়, তাদেরকে নিয়ে নোংরা খেলা যারা করতে চায়, তাদের ব্যপারেও আমাদের কাছে তথ্য আছে। সময়মতো ব্যবস্থা নেওয়া হবে।’
রোহিঙ্গারা কীভাবে মোবাইল পেল, এমন কি তারা একই রঙ্গের টি-শার্ট কোথা থেকে সংগ্রহ করেছে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘এখানে সমস্যা আছে, এখানে বিদেশ থেকেও মদদ আছে বাংলাদেশেও একটা মতলবি মহল আছে। যারা আন্দোলন সংগ্রাম নির্বাচনে ব্যর্থ, তাদের এখন ষড়যন্ত ছাড়া আর কোন পথ নেই। তারা একবার কোটা আন্দোলন একবার নিরাপদ সড়ক আন্দোলনে।’
‘এই সব আন্দোলন কে পুঁজি করে তারা অতীতে ক্ষমতা দখলের পাঁয়তারা করেছে। এখন তারা রোহিঙ্গা ইস্যুকে রাজনৈতিক ইস্যু হিসেবে বেছে নিয়ে এটাকে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্রমূলক ফায়দা লোটা যায় কিনা সেটাতো নিশ্চয় তাদের মাথায় আছে, তাদের সহযোগিতা থাকতে পারে।’
রোহিঙ্গাদের ফেরত নেওয়ার ব্যপারে আন্তর্জাতিক চাপ ক্রমাগত বাড়ছে বলেও দাবি করেন সরকারের এই মন্ত্রী।
তিনি বলেন, “মিয়ানমারও বন্ধুহীন দেশ এ কথা ভাবার সুযোগ নেই। তাদেরও বন্ধু আছে তাদেরও মিত্র আছে। কাজেই তারা রোহিঙ্গাদের ফেরত নেওয়ার ব্যপারে যেমন অনাগ্রহ আছে, তেমনি আন্তর্জাতিকভাবে তাদের ওপর চাপও কিন্তু ক্রমাগত বাড়ছে।’
রোহিঙ্গারা কোন দিন বাংলাদেশ ছেড়ে যাবে না, বাংলাদেশ কি পেলেস্টাইন হতে যাচ্ছে এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এই বিষয়টা একেবারেই অযৌক্তিক বিষয়। এটির কোনো বাস্তবসম্মত ব্যাখ্যা দেওয়ার সুযোগ নেই। ফিলিস্তানিরা তাদের নিজ ভুমিতে আছে। রোহিঙ্গারা নিজ ভুমে পরবাসী, বাংলাদেশ তো তাদের ভূমি না, কাজেই এটার সঙ্গে তুলনা হয় না।’