Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পার্বত্য ৩ জেলায় সৌরবিদ্যুৎ সরবরাহে ৭৬ কোটি টাকার প্রকল্প


২৭ আগস্ট ২০১৯ ২২:৩১ | আপডেট: ২৭ আগস্ট ২০১৯ ২৩:৩৬

ঢাকা: তিন পার্বত্য জেলায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে ৭৬ কোটি ৬ লাখ ৩১ হাজার টাকায় ‘পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ’ নামে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ‘তিন পার্বত্য জেলায় বিদ্যুৎ ব্যবস্থাপনায় উন্নয়ন’ শীর্ষক আরও একটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এছাড়া তিন পার্বত্য জেলায় সরকারি হাসপাতালগুলোতে ডাক্তার ও নার্সদের শূন্য পদ পূরণ করে প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট দেওয়ার সুপারিশ করেছে পার্বত্য চট্টগ্রাম বিষায়ক স্থায়ী কমিটি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৭ আগস্ট) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত চট্টগ্রাম বিষয়ক স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মো. দবিরুল ইসলামের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং, আ ক ম বাহাউদ্দীন, দীপংকর তালুকদার, এ বি এম ফজলে করিম চৌধুরী, কুজেন্দ্র লাল ত্রিপুরা, মীর মোস্তাক আহমেদ রবি ও বাসন্তী চাকমা বৈঠকে অংশ নেন।

তিন পার্বত্য জেলার জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ডাক্তার, নার্স ও অ্যাম্বুলেন্সসহ আনুষ্ঠানিক বিষয়, জেলা সদর হাসপাতালগুলোকে প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্টসহ ২৫০ শয্যায় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ৫০ শয্যায় উন্নীত করার সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি এবং তিনি পার্বত্য জেলার ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে উল্লেখ করা হয়, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন ১৭ কোটি টাকা ব্যয়ে ‘কাপ্তাই লেকে মৎস্য উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণ ও ব্যবস্থাপনা জোরদারকরণ প্রকল্প’ বাস্তবায়িত হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে কাপ্তাই লেকে সাতটি অভয়াশ্রম, ছয়টি মোবাইল মনিটরিং সেন্টার, ডিমওয়ালা মাছ মাচার রোধে দুইটি চেক পোস্ট, একটি হ্যাচারি ও আটটি নার্সারি পুকুর নির্মাণ করা হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম পার্বত্য তিন জেলা বিদ্যুৎ বিতরণ সংসদীয় কমিটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর