ধর্ষণের শিকার নারীর স্বামীকে এসিড নিক্ষেপের ঘটনায় মামলা
২৭ আগস্ট ২০১৯ ১৮:৫২ | আপডেট: ২৭ আগস্ট ২০১৯ ২১:৪৯
নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচরে ধর্ষকদের গ্রেফতারের দাবিতে ও নারী নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধনে অংশ নেওয়ায় ধর্ষণের শিকার নারীর স্বামীর শরীরে এসিড নিক্ষেপের ঘটনায় মামলা হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৮ টার দিকে ওই নারীর স্বামী বাদী হয়ে এসিড অপরাধ দমন আইনে তিনজনকে আসামি করে চর জব্বার থানায় মামলা দায়ের করেন।
আসামিরা হলেন, একই উপজেলার উত্তর চর ব্যাগ্যা গ্রামের জয়নাল আবেদীন (৩৮), জাকির হোসেন (৩৫) ও জমির উদ্দিন ওরফে আবদুর রহমান (৪০)।
চর জব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন জানান, এসিড অপরাধ আইনে ভিকটিম বাদী হয়ে ৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে নোয়াখালীর পুলিশ সুপার মো. আলমগীর হোসেন নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এসিডদগ্ধ ওই স্বামীকে দেখতে যান। এ সময় তিনি আসামিদের গ্রেফতার করে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
গত ২ মে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জব্বর ইউনিয়নে এক নারীর গোসলের ভিডিও গোপনে ধারণ করেন প্রতিবেশী জয়নাল। পরে ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ওই নারীকে কয়েকবার ধর্ষণ তরেন তিনি। এ ঘটনায় জয়নালের বিরুদ্ধে আদালতে মামলা করেন ওই নারীর স্বামী।
মামলা দায়েরের কিছুদিন পর, জয়নাল বাদীর পরিবারের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ এনে উল্টো ওই নারীর স্বামীর বিরুদ্ধে মামলা করে। এছাড়া বাদীর পরিবারকে এলাকা থেকে তাড়িয়ে দেওয়ার হুমকিও দিতে শুরু করে বলে পরিবারটির অভিযোগ।
গত রোববার (২৫ আগস্ট) দুপুরে জেলা শহর মাইজদীতে প্রেসক্লাবের সামনে নির্যাতনের বিরুদ্ধে অন্যদের সঙ্গে ধর্ষণের শিকার নারীর স্বামীও মানববন্ধনে অংশ নেন। সেখান থেকে বিকেলে বাড়ি গেলে ধর্ষণের মামলার আসামি জয়নাল ও তার লোকজন নির্যাতিত পরিবারটির সদস্যদের নানাভাবে হুমকি দেয়।
এক পর্যায়ে রাতে ওই্ নারীর স্বামী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে আগে থেকৈ ওঁৎ পেতে থাকা ৬/৭ জন তার ওপর এসিড নিক্ষেপ করে পালিয়ে যায় গেলে, ৬ থেকে ৭ জন সন্ত্রাসী তাকে এসিড মেরে দৌড়ে পালিয়ে যায়। রাতেই তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকরা জানান, এসিডে এতে তার বুক, হাত ও উরুসহ শরীরের ৯ শতাংশ ঝলসে গেছে।