Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আপিল অ্যাডমিটেড: ওসি মোয়াজ্জেমের জামিন শুনানি ১৩ অক্টোবর


২৭ আগস্ট ২০১৯ ১৭:৫২ | আপডেট: ২৭ আগস্ট ২০১৯ ২০:০২

ঢাকা: জামিন চেয়ে সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনের করা আপিল আবেদন গ্রহণ করেছেন আদালত। আগামী ১৩ অক্টোবর তার জামিন বিষয়ে শুনানির জন্য দিন ঠিক করে দিয়েছেন হাইকোর্ট বিভাগ।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী আহসান উল্লাহ ও রানা কাওসার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সরওয়ার হোসেন বাপ্পী ও সহকারী অ্যাটর্নি জেনারেল শাহানা পারভীন। এ সময় মূল মামলার বাদী ব্যারিস্টার সায়েদুল হক সুমনও উপস্থিত ছিলেন।

গ্রেফতারি পরোয়ানা জারির ২০ দিন পর গত ১৬ জুন ফেনীর সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনকে রাজধানীর শাহবাগ এলাকা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

অধ্যক্ষের কাছে শ্লীলতাহানির শিকার হয়ে থানায় অভিযোগ দিতে গিয়েছিলেন সোনাগাজী ইসলামিয়া মাদরাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফি। ওই সময় নুসরাতের জবানবন্দি ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন ওসি মোয়াজ্জেম। থানায় নুসরাতকে হয়রানির এ ঘটনায় ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে বাদি হয়ে মামলা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

আদালত মামলাটির তদন্ত ভার দেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)। মোয়াজ্জেমের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা তুলে ধরে গত ২৭ মে পিবিআইয়ের সিনিয়র সহকারী পুলিশ সুপার রীমা সুলতানা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করলে আদালত মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

বিজ্ঞাপন

নুসরাত জাহান রাফি সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর