Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় প্রতিবন্ধী কিশোর হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন


২৭ আগস্ট ২০১৯ ১৮:২০

বগুড়া: বগুড়ায় প্রতিবন্ধী কিশোর রিপন হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে প্রত্যেকের আরও তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়। একই মামলার আরেক ধারায় আরও সাত বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (২৭ আগস্ট) বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক শরনিম আকতার এই রায় দেন।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্তরা হলেন-মো. ইউসুব (২৯), সাব্বির আহম্মেদ ওরফে মালু (২৩), মো. সজিব (২৫), মো. রিহান (২৩) ও মো. রাশেদ(২৩)। এদের মধ্যে ৩ জন পলাতক রয়েছে।

মামলার এজাহার থেকে জানা গেছে, বগুড়া সদরের বারপুর মধ্যপাড়া এলাকার মো. ফারুকের ১৩ বছর বয়সী ছেলে রিপন ২০১৫ সালের ১০ নভেম্বর রাতে বাড়ির কাছের দুলাল নামে এক ব্যক্তির মুদি দোকান থেকে নিখোঁজ হয়। রিপন প্রতিবন্ধী ছিল। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি।

এরপর ১৫ নভেম্বর সদরের চাঁদপুর মৌজার গড় এলাকার জঙ্গলে রিপনের ক্ষত-বিক্ষত মৃতদেহ পাওয়া যায়। এ ব্যাপারে রিপনের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন।

পুলিশ তদন্ত শেষে অভিযোগপত্র দেয়। এর মধ্যে পাপ্পু নামে এক আসামি কিশোর হওয়ায় তার বিরুদ্ধে কিশোর আদালতে আলাদা অভিযোগপত্র দেওয়া হয়।

অভিযোগপত্রে নাম থাকা তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি নাসিমুল করিম হলি জানান, আসামিরা পারিবারিক বিরোধ থেকে এই হত্যাকাণ্ড ঘটায়। স্বাক্ষ্য প্রমাণে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় মামলায় রায়ে মঙ্গলবার আদালত আলাদা ধারায় পাঁচজনকে যাবজ্জীবন ও ৭ বছর করে কারাদণ্ডসহ জরিমানার আদেশ দেন।

বিজ্ঞাপন

কিশোর হত্যা যাবজ্জীবন কারাদণ্ড

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর