Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোল বন্দরের গুদামে আগুন, পুড়েছে কোটি টাকার আমদানি পণ্য


২৭ আগস্ট ২০১৯ ১৬:৫৯

বেনাপোল: বেনাপোল বন্দরের একটি রাসায়নিকের গুদামে আগুন লেগে কয়েক কোটি টাকার আমদানি পণ্য পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে বন্দরের ৩৫ নম্বর গোডাউনে এই আগুন লাগে।

গোডাউন ইনচার্জ মনির হোসেন জানান, সকালে গোডাউন খুলেই ভেতরে আগুন দেখতে পেয়ে বন্দর পরিচালক ও ফায়ার সার্ভিসকে জানানো হয়। পরে আনসার সদস্যরা পাশের গোডাউন থেকে আগুন নেভানোর গ্যাস এনে তা আগুনে নিক্ষেপ করেন। এরপর আগুন কিছুটা কমে আসে। খবর পেয়ে দ্রত ঘটনাস্থলে আসেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তারা এক ঘণ্টা চেষ্টার পর সকাল সাড়ে ১০টার দিকে আগুন নেভাতে সক্ষম হন।

বিজ্ঞাপন

তবে কিভাবে আগুন লেগেছে সে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। বন্দর কর্তৃপক্ষের ধারণা, গুদামে রাখা কেমিকেলের ঘর্ষণে এর সূত্রপাত। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে বন্দরের একটি সূত্র জানিয়েছে, ধারণা করা হচ্ছে কয়েক কোটি টাকার পণ্য পুড়েছে।

বেনাপোল বন্দরের পরিচালক প্রদোষ কান্তি দাস বলেন, ‘কিভাবে আগুন লেগেছে এই মুহূর্তে বলতে পারছি না। তদন্ত কমিটি গঠন করা হবে। তারা প্রতিবেদন দিলে আগুন লাগার কারণ জানা যাবে।’

বন্দরে আগুন বেনাপোল বন্দর রাসায়নিকের গুদাম

বিজ্ঞাপন

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর