Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের কিশোর চালকের মৃত্যু


২৭ আগস্ট ২০১৯ ১৬:৩৯

মঠবাড়িয়া (পিরোজপুর): পিরোজপুরের মঠবাড়িয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) রাত ৯টার দিকে মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের গুলিশাখালী বাজারের কাছে এই ঘটনা ঘটে। নিহতের নাম সুমন খান (১৬)। সে পাথরঘাটা উপজেলার বাদুরতলী গ্রামের সৌদি আরব প্রবাসী জসিম খানের ছেলে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুল্লাহ জানান, সোমবার রাতে বোনের বাড়ি থেকে নিজের বাড়ি যাচ্ছিল সুমন। পথে গুলিশাখালী বাজারের কাছে পৌঁছে নিয়ন্ত্রণ হারায় সে। মোটরসাইকেলটি ছিটকে রাস্তার পাশে পড়লে গুরুতর আহত হয় সে। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ সুমনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে বলেও জানান ওসি।

কিশোরের মৃত্যু মোটরসাইকেল মোটরসাইকেল দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর