Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার বাসচাপায় বিআইডব্লিউটিসি’র নারী কর্মকর্তার পা বিচ্ছিন্ন


২৭ আগস্ট ২০১৯ ১৬:০৭ | আপডেট: ২৭ আগস্ট ২০১৯ ১৯:৪৫

ঢাকা: রাজধানীর বাংলামোটর এলাকায় ট্রাস্ট পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে গেছে। এসময় বাসটির চাপায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) এক নারী কর্মকর্তার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ঘটে এ ঘটনা। আহত ওই নারীকে উদ্ধার করে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওই হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. জিতু।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আহত ওই নারীর বাম পায়ের হাঁটুর নিচ থেকে একেবারেই বিচ্ছিন্ন হয়ে গেছে। শুধু চামড়ার সঙ্গে ঝুলে ছিল। সেটিকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে পঙ্গুতে পাঠিয়ে দিয়েছি।’ তবে পা জোড়া লাগানোর কোনো সুযোগ নেই বলেও জানান তিনি।

আহত ওই নারীর নাম কৃষ্ণা রায় চৌধুরী। তিনি কারওয়ান বাজারে বিআইডব্লিউটিসি সহকারী ব্যবস্থাপক (অর্থ বিভাগ) হিসেবে কাজ করতেন বলে জানিয়েছেন হলি ফ্যামিলি হাসপাতালের অ্যাম্বুল্যান্স চালক সৈয়দ পনিরুজ্জামান।

পনিরুজ্জামান সারাবাংলাকে বলেন, ‘আহত ওই নারীর মুমূর্ষু অবস্থা দেখে আমাদের স্যাররা বিনামূল্য অ্যাম্বুল্যান্সে করে দ্রুত পঙ্গুতে নিয়ে যেতে বলেছিলেন। আমি নিজেই নিয়ে গিয়েছি। পথে ওই নারীর সঙ্গে কথা হয়েছে। তিনি বিআইডব্লিউটিএর কারওয়ান বাজার অফিস থেকে ওই ফুটপাত দিয়ে পায়ে হেঁটে বাসায় যাচ্ছিলেন। এসময় ওই বেপরোয়া বাসটি তাকে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে যান। এসময় বাসের একটা চাকা তার পায়ের ওপর উঠে যায়।’

এদিকে দুর্ঘটনার শিকার বাসটি (ঢাকা মেট্টো-ব ১১-৯১৪৫) জব্দ করেছে হাতিরঝিল থানা পুলিশ। তবে বাসটির চালক ও হেলপার কাউকে আটক করতে পারেনি পুলিশ।

বিজ্ঞাপন

ঘটনার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা হাতিরঝিল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) খায়রুল আলম সারাবাংলাকে বলেন, ‘দুপুর আড়াইটার দিকে ট্রাফিক পুলিশের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসি। ট্রাফিক পুলিশ আমাদেরকে গাড়িটি বুঝিয়ে দিয়েছে। সেটি থানায় নিয়ে যাচ্ছি। তবে কাউকে আটক করা যায়নি। একজন নারী আহত হয়েছেন তাকে হলি ফ্যামিলি হাসপাতাল থেকে পঙ্গুতে নেওয়া হয়েছে।’

ঘটনাস্থলে দায়িত্বরত ট্রাফিক সদস্য মো. রফিক সারাবাংলাকে বলেন, ‘ঘটনার সময় গাড়িটি রেখে চালক-হেলপার পালিয়ে গেছে। তাই কাউকে আটক করা যায়নি। তবে পরিবহনটির কর্মকর্তাদের খবর দেওয়া হয়েছে। তাদের বলা হয়েছে চালক-হেলপারদের থানায় হাজির করতে।’

ঘটনার প্রত্যক্ষদর্শী ইকবাল হোসেন সারাবাংলাকে বলেন, ‘বাসটির গতি খুবই বেপরোয়া ছিল। সাধারণত এ রোডে এমন গতি থাকে না বাসের।’

ট্রাস্ট পরিবহনের লাইন ইনচার্জ আকতার হোসেন সারাবাংলাকে বলেন, ‘গাড়ির ব্রেক ফেল ছিল। তাই এ ঘটনা ঘটছে। তেমন কেউ আহত হয়নি। শুধু একজন নারী পায়ে সামান্য আঘাত পেয়েছেন।’ তবে চালক ও হেলপারের নাম জানতে চাইলেও বিষয়টি তিনি এড়িয়ে যান।

উল্লেখ্য, গত বছরের ৩ এপ্রিল রাজধানীতে দুই বাসের চাপায় সরকারি তিতুমীর কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের দুই বাসের চাপায় হাত হারান কলেজছাত্র রাজীব হোসেন। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এর কিছুদিন পরই দু’টি পৃথক ঘটনায় বাসচাপায় পা হারান রোজিনা ও প্রাইভেটকার চালক রাসেল।

ট্রাস্ট পরিবহন পা বিচ্ছিন্ন

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর