Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণপিটুনিতে নিহত রেনুর পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ কেন নয়?


২৭ আগস্ট ২০১৯ ১৫:২৬ | আপডেট: ২৭ আগস্ট ২০১৯ ১৯:৩৭

ঢাকা: সন্তানকে স্কুলে ভর্তির তথ্য জানতে গিয়ে গণপিটুনিতে নিহত তাসলিমা বেগম রেনুর পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ১ কোটি টাকা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইশরাত হাসান। আগামী চার সপ্তাহের মধ্যে সরকারকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিটে মন্ত্রী পরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, তথ্য সচিব, পুলিশের আইজি, ডিএমপি কমিশনার ও বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) রিটে বিবাদী করা হয়।

এর আগে, সন্তানকে স্কুলে ভর্তি করাতে গিয়ে গণপিটুনিতে তাসলিমা বেগম রেনু নিহত হওয়ার ঘটনায় ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে গত ১৬ আগস্ট হাইকোর্টে রিট দায়ের করেন তাসলিমা বেগম রেনুর বোন নাজমুন নাহার নাজমা ও ভাতিজা সৈয়দ নাছির উদ্দিন।

উল্লেখ্য, গত ২০ জুলাই সকালে উত্তর বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছেলেধরা সন্দেহে তাসলিমা বেগম রেনুকে পিটিয়ে হত্যা করা হয়। স্কুলটিতে নিজের চার বছরের মেয়ের ভর্তি করানোর জন্য তথ্য সংগ্রহ করতে গিয়েছিলেন তিনি। এ ঘটনায় দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।

তাসলিমা রেনু হত্যা হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর