Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অ্যামাজন রক্ষায় ডি ক্যাপ্রিও দেবেন ৫০ লাখ ডলার


২৭ আগস্ট ২০১৯ ১৪:০৮ | আপডেট: ২৭ আগস্ট ২০১৯ ১৪:৩০

পৃথিবীর বৃহত্তম রেইনফরেস্ট অ্যামাজনের মূল্যবান সম্পদ ও বন্যপ্রাণী রক্ষায় হলিউড সুপারস্টার লিওনার্দো ডি ক্যাপ্রিও ৫০ লাখ ডলার সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন। পরিবেশ রক্ষায় তার সংগঠন আর্থ অ্যালায়েন্সের মাধ্যমে এই অর্থ দেওয়া হবে। অ্যামাজনে দাবানলের পরিপ্রেক্ষিতে ক্যাপ্রিও এই ঘোষণা দিলেন। সোমবার (২৬ আগস্ট) দ্য গার্ডিয়ানের খবরে এতথ্য জানানো হয়েছে।

আর্থ অ্যালায়েন্স বিবৃতিতে জানায়, প্রাথমিক এই সহায়তা ‘পৃথিবীর ফুসফুসে’র গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে নিরাপত্তা দিবে। স্থানীয় প্রতিনিধি ও আদিবাসী মানুষের নিরাপত্তায় অর্থ ব্যয় হবে।

বিজ্ঞাপন

অরপদিকে ডি ক্যাপ্রিও পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। ক্যাপ্রিও লেখেন, ১০ লাখ আদিবাসী ও ৩০ লাখ প্রাণবৈচিত্রের ব্রাজিলীয় অ্যামাজন পুড়ছে গত দু সপ্তাহ ধরে।

অপর একটি পোস্টে ক্যাপ্রিও জানান, তিনি ও আর্থ অ্যালায়েন্সের অন্য দুই সহ-প্রতিষ্ঠাতা বিলিওনিয়র লরেন পাওয়েল, ব্রায়ান শেঠ সংগঠনটির তহবিলে ৫ মিলিয়ন ডলার বা ৫০ লাখ ডলার দিবেন। যা অ্যামাজনের জীববৈচিত্র্যে রক্ষায় সাহায্য করবে।

অ্যামাজনে আগুন অ্যামাজনে দাবানল লিওনার্দো ডি ক্যাপ্রিও

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

আরো

সম্পর্কিত খবর