রংপুরে আরও ১ ডেঙ্গু রোগীর মৃত্যু
২৭ আগস্ট ২০১৯ ১০:২৩
রংপুর: রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাহাতাব উদ্দিন নামের এক ডেঙ্গু রোগী মারা গেছেন। সোমবার (২৬ আগস্ট) দিনগত মধ্যরাত ২টায় তার মৃত্যু হয়। মৃত মাহাতাবের বাড়ি দিনাজপুর জেলার বিরলে। এনিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩ ডেঙ্গু রোগী মারা গেল।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আসাদুজ্জামান ডেঙ্গু রোগী মাহাতাবের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, চলতি মাসের ১৮ আগস্ট মাহাতাব উদ্দিন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তার অবস্থা আশঙ্কাজনক হলে তাকে আইসিইউ’তে রাখা হয়। এরপর অবস্থার উন্নতি হলে তাকে সোমবার সকালে ডেঙ্গু ওয়ার্ডে নিয়ে আসা হয়। কিন্তু রাতে অবারো তার অবস্থার অবনতি ঘটে, রাত ২টার দিকে মারা যান মাহাতাব।