Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চার জেলায় সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু


২৭ আগস্ট ২০১৯ ০২:০০ | আপডেট: ২৭ আগস্ট ২০১৯ ০১:১৩

ঢাকা: দেশের চার জেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন অন্তত চারজন। সোমবার (২৬ আগস্ট) আলাদা আলাদা দুর্ঘটনা ঘটে।

কুড়িগ্রামে মৃতরা হলেন আলমগীর হোসেন (৩৫) জাহিদুল ইসলাম (৩৪)। গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় মৃত হলেন হরিপদ দাস।

এছাড়া ঠাকুরগাঁওয়ে আকতারুল ইসলাম ওরফে দুন্দি (৬৫) নামে এক বৃদ্ধ ও বরিশালে অজ্ঞাতনামা এক বৃদ্ধ (৭০) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চন্ডীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ইউপি সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছে আরও দুইজন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার দুপুরে কুড়িগ্রাম-নাগেশ্বরী মহাসড়কের চন্ডীপুরে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজন নিহত ও দুইজন আহত হন।

নিহতরা হলেন, কুড়িগ্রাম সদর উপজেলার কুমরপুর এলাকার আলমগীর হোসেন (৩৫) ও অপরজন উলিপুর উপজেলার ধরনী বাড়ী ইউনিয়নের ইউপি সদস্য জাহিদুল ইসলাম (৩৪)।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের ফাঁসিতলায় সোমবার সকাল সাড়ে ৬টার দিকে  হরিপদ দাস (৩৭) নামে এক মাছ ব্যবসায়ী ঢাকাগামী কোচের ধাক্কায় নিহত হন। এ সময়  অটোভ্যান চালক ভোলা মিয়া (৩৬) ও হরিপদের ছেলে কৃষ্ণ (১২) আহত হন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী সারাবাংলাকে জানান, বগুড়ার শিবগঞ্জ উপজেলার কানছগাড়ী গ্রামের হরিপদ দাস ছেলে কৃষ্ণ দাসকে সঙ্গে নিয়ে মাছ কেনার জন্য চাঁপড়ীগঞ্জ থেকে অটোভ্যানে গোবিন্দগঞ্জ মাছ আড়তে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি এসি কোচ ফাঁসিতলা বাজারে অটোভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলে হরিপদ মারা যান।

বিজ্ঞাপন

অন্যদিকে, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় আকতারুল ইসলাম ওরফে দুন্দি (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পীরগঞ্জ থেকে রাণীশংকৈল যাওয়ার পথে দূর্গাপুরে একটি ট্রাক্টর বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেলকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন আকতারুল ইসলাম ওরফে দুন্দি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, বরিশালের উজিরপুর উপজেলায় বরিশাল-ঢাকা মহাসড়কের সানুহার এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধ (৭০) নিহত হয়েছে। সোমবার (২৬ আগষ্ট) সকালে সড়ক থেকে মরদেহটি উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশ।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আতিয়ার রহমান সারাবাংলাকে জানান,  সোমবার ভোরের দিকে অজ্ঞাত নামা একটি যানবাহন এই বৃদ্ধকে চাপা দিয়ে পালিয়ে যায়। তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে ওই বৃদ্ধের পরিচয় জানা যায়নি।

টপ নিউজ সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

বগুড়ায় বিমানবন্দর চালুর উদ্যোগ
১১ জানুয়ারি ২০২৫ ১৯:৪৮

১২ দলীয় জোটের সঙ্গে বৈঠকে বিএনপি
১১ জানুয়ারি ২০২৫ ১৯:০১

আরো

সম্পর্কিত খবর