Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক মাসে ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪৬৬৪ টাকা


২৭ আগস্ট ২০১৯ ০১:০০ | আপডেট: ২৭ আগস্ট ২০১৯ ১১:০৩

ঢাকা: সাত দিনের ব্যবধানে আবারও বাড়লো স্বর্ণের দাম। বৈশ্বিক বাজারে স্বর্ণের দাম ক্রমাগত ঊর্ধ্বমুখি থাকায় দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)।

সোমবার (২৬ আগস্ট) বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম মঙ্গলবার (২৭ আগস্ট) থেকে বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। এর আগে স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল ১৮ আগস্ট।

বাজুসের নতুন মূল্য তালিকায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৫৮ হাজার ২৮ টাকা। সোমবার পর্যন্ত এই মানের স্বর্ণের দাম রয়েছে ৫৬ হাজার ৮৬২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৫৫ হাজার ৬৯৫ টাকা। বর্তমানে দাম রয়েছে ৫৪ হাজার ৫২৯ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করেছে ৫০ হাজার ৬৮০ টাকা। এমানের স্বর্ণের দাম রয়েছে ৪৯ হাজার ৫১৪ টাকা।

সনাতন পদ্ধতিতে প্রতি ভরির দাম হবে ৩০ হাজার ৩২৬ টাকা। বতর্মানে দাম রয়েছে ২৯ হাজার ১৬০ টাকা। তবে অপরিবর্তিত রয়েছে রূপার দাম। প্রতি ভরির দাম ৯৩৩ টাকা।

১৮ আগস্টের আগে গত ৮ আগস্ট প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছিল এক হাজার ১৬৬ টাকা। এর মাত্র একদিন আগে ৬ অগাস্টও সব ধরনের স্বর্ণের দর একই পরিমাণ বাড়ানো হয়েছিল। সে হিসাবে মাত্র ১২ দিনের ব্যবধানে ভরিতে স্বর্ণের দাম বাড়ে ৩ হাজার ৪৯৮ টাকা।

নতুন করে দাম বাড়ানোর ফলে এক মাসে স্বর্ণের দাম ৪ হাজার ৬৬৪ টাকা বেড়েছে।

জুয়েলারি টপ নিউজ বাংলাদেশ জুয়েলারি সমিতি(বাজুস) স্বর্ণের দাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর