২৮ অক্টোবর থেকে বিমানের ঢাকা-মদিনা নিয়মিত ফ্লাইট
২৬ আগস্ট ২০১৯ ২২:১১ | আপডেট: ২৬ আগস্ট ২০১৯ ২২:২৯
ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ২৮ অক্টোবর থেকে ঢাকা-মদিনা ঢাকা নিয়মিত ফ্লাইট পরিচালনার পরিকল্পনা গ্রহণ করেছে। বর্তমান সরকারের বিমানের রুট সম্প্রসারণ প্রক্রিয়ার অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে বিমান।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার সোমবার (২৬ আগস্ট) সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তাহেরা জানান, ২৪টি বিজনেস ক্লাস ও ২৪৭টি ইকোনোমিক্লাসসহ মোট ২৭১টি সিট সম্বলিত অত্যাধুনিক ও সুপরিসর বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার দিয়ে ঢাকা-মদিনা-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান। প্রথমবারের মতো এ রুটে নিয়মিত সপ্তাহে চার দিন (সোম, বুধ, বৃহস্পতি ও শনিবার) ফ্লাইট পরিচালনা করবে জাতীয় পতাকাবাহী সংস্থাটি।
তাহেরা খন্দকার আরও জানান, বিমানের সব সেলস সেন্টার, ট্রাভেল এজেন্ট, অনলাইনে বিমানের ওয়েবসাইট (www.biman-airlines.com) ও বিমানের কল সেন্টার (০১৭৭৭৭১৫৬১৩-৬) থেকে ঢাকা-মদিনা-ঢাকা রুটের টিকেট কেনা যাবে। টিকেট কেনার সুনির্দিষ্ট তারিখ ও ক্রয়মূল্য শিগগিরই ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
টপ নিউজ ঢাকা-মদিনা ঢাকা-মদিনা ফ্লাইট বাংলাদেশ বিমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স