ডিজিটাল ব্লাড ব্যাংক উদ্বোধন করল ব্যাংকার্স ক্লাব
২৬ আগস্ট ২০১৯ ১৯:৪১ | আপডেট: ২৬ আগস্ট ২০১৯ ২০:১১
ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেডের (বিসিবিএল) উদ্যোগে যাত্রা শুরু করেছে ডিজিটাল ব্লাড ব্যাংক।
শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় বিসিবিএল ম্যাজেস্ট্রিক হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এই ব্লাড ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, এখন থেকে বিসিবিএল ডিজিটাল ব্লাড ব্যাংকের হেল্প লাইন নম্বর ০১৯৪০৫০০৫০০-তে ফোন করে দেশের যেকোনো প্রান্ত থেকে যেকোনো ব্যক্তি তার প্রয়োজনীয় রক্ত প্রাপ্যতার ভিত্তিতে সংগ্রহ করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থতি ছিলেন ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশের সভাপতি মোহাম্মদ আবু জাফর সামছুদ্দিন, সাধারণ সম্পাদক মো. রাশেদ আকতার এবং নির্বাহী পরিষদের সদস্য ও ক্লাব সদস্যরা।
ডিজিটাল ব্লাড ব্যাংক বিসিবিএল ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেড