Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ মাসে মন্ত্রিসভার ৭ বৈঠক, ৭২ সিদ্ধান্তের ৫৯টি বাস্তবায়িত


২৬ আগস্ট ২০১৯ ১৮:২৭ | আপডেট: ২৬ আগস্ট ২০১৯ ১৮:৩৬

ঢাকা: এ বছরের দ্বিতীয় চতুর্ভাগে (এপ্রিল থেকে জুন) মন্ত্রিসভার সাতটি বৈঠকে ৭২টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ৫৯টি, অর্থাৎ ৮১ শতাংশেরও বেশি সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে। বাকি সিদ্ধান্তগুলো বাস্তবায়নাধীন। এই সময়ে মন্ত্রিসভায় অনুমোদিত ছয়টি আইন জাতীয় সংসদে পাস হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বৈঠক শেষ সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

বিজ্ঞাপন

সচিব জানান, মন্ত্রিসভার আজকের বৈঠকে ‘অকাশপথে পরিবহন (মন্ট্রিয়ল কনভেনশন, ১৯৯৯) আইন ২০১৯’ ও ‘বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন আইন ২০১৯’-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া চামড়া শিল্প বিষয়ক একটি নীতিমালার খসড়া এবং বাংলাদেশ ও চেক রিপাবলিকের মধ্যেকার সম্পর্ক বিষয়ক এক চুক্তির খসড়াতেও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। পাশাপাশি চলতি বছরের এপ্রিল থেকে জুনের মন্ত্রিসভার সিদ্ধান্ত ও এগুলোর বাস্তবায়ন বিষয়ক একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়।

মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপিত ত্রৈমাসিক প্রতিবেদনের বরাত দিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এপ্রিল থেকে জুন— এই তিন মাসে মন্ত্রিসভার সাতটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠকে মোট ৭২টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ৫৯টি সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে। শতাংশ হিসাবে এর পরিমাণ ৮১ দশমিক ৯৪ শতাংশ। বাকি ১৩টি বা ১৮ দশমিক ০৬ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়নাধীন।

শফিউল আলম আরও জানান, মন্ত্রিসভায় অনুমোদনের পর সংদসে পাস হয়েছে ছয়টি আইন, অনুমোদিত চুক্তি বা সমঝোতা স্মারকের একটির অনুমতি দেওয়া হয়েছে। এছাড়াও একটি কর্মকৌশলের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

বিজ্ঞাপন

টপ নিউজ মন্ত্রিসভা মন্ত্রিসভার বৈঠক সিদ্ধান্ত বাস্তবায়ন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর