Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিখোঁজের পরদিন নিজের পুকুরেই ভেসে উঠল হাত-পা বাঁধা মৃতদেহ


২৬ আগস্ট ২০১৯ ১৯:৪৭

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুরে নিখোঁজের পরের দিন সকালে নেহারুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তির হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

সোমবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে নিজের বাড়ির পুকুর থেকেই তার মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত নেহারুল ইসলাম উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের মৃত শয়ন ব্যাপারির ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।

সাদুল্লাপুর থানার উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন জানান, নেহারুল ইসলাম রোববার (২৫ আগস্ট) রাত থেকে নিখোঁজ ছিলেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে সোমবার সকালে তার নিজের বাড়ির পুকুরেই হাত-পা বাঁধা মৃতদেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। ঘটনার ক্লু খুঁজে বের করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ বলেন, নেহারুল ইসলাম একজন ভাল মানুষ হিসেবেই সবার কাছে পরিচিত ছিলেন। তাই কে বা কারা তাকে হত্যা করতে পারে সেটি বোঝা যাচ্ছে না।

 

 

টপ নিউজ নিখোঁজ মৃতদেহ উদ্ধার

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর