শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার
২৬ আগস্ট ২০১৯ ১৭:৩৪ | আপডেট: ২৬ আগস্ট ২০১৯ ২০:৩৩
হিলি (দিনাজপুর): হিলিতে প্রথম শ্রেণির শিক্ষার্থী একটি শিশুকে ধর্ষণের অভিযোগে সাগর মিয়া (১৫) নামের এক কিশোরকে গ্রেফতার করেছে হাকিমপুর থানা পুলিশ।
সোমবার (২৬ আগস্ট) দুপুরে ঘোড়াঘাট থানার ডুগডুগী বাজার এলাকা থেকে ওই কিশোরকে আটক করা হয়।
হাকিমপুর থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম জানান, রোববার (২৫ আগস্ট) রাতে থানায় একটি শিশুকে ধর্ষণের অভিযোগে সাগর মিয়া নামের এক কিশোরকে আসামি করে শিশুটির পরিবার মামলা করে। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট থানাধীন ডুগডুগী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, রোববার স্কুল ছুটির পর বাড়িতে গিয়ে শিশুটি খেলা করছিল। এসময় তাকে পাশের কচু ক্ষেতে নিয়ে ধর্ষণ করে সাগর। পরে কচু ক্ষেত থেকে শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা শাকিল মাহমুদ জানান, প্রাথমিকভাবে শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে জয়পুরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।