Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসপাতাল-স্কুলে বোমা হামলার হুমকিদাতা গ্রেফতার


২৬ আগস্ট ২০১৯ ১৬:০৪

ঢাকা: রাজধানীর একটি হাসপাতাল ও কয়েকটি বিদ্যালয়ে বোমা হামলার হুমকিদাতা এ কে এম আল আমিন ওরফে নাহিদকে (৪৪) গ্রেফতার করেছে ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটের সোস্যাল মিডিয়া মনিটরিং টিম।

সোমবার (২৬ আগস্ট) দুপুরে ডিএমপির গণমাধ্যম শাখার উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রাজধানীর একটি হাসপাতাল ও কয়েকটি স্কুলে বোমা হামলা হবে মর্মে হাসপাতাল কর্তৃপক্ষ ও শিক্ষা অধিদফতরের এক কর্মকর্তাকে ইমেইলে হুমকি দেওয়ার অভিযোগে সাইবার সিকিউরিটি বিভাগ আল আমিন নামে একজনকে গ্রেফতার করেছে। এরইমধ্যে তাকে ৩ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

সাইবার সিকিউরিটি বিভাগের সূত্রে জানা যায়, ২১ আগস্ট রাত ১১টা ২০ মিনিটে একটি ইমেইল থেকে এক হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ইমেইল করে বলা হয় ‘আগামী ২৫ আগস্ট আপনার হাসপাতালে জঙ্গি হামলা হবে। আমি আপনার শুভাকাঙ্ক্ষী হিসেবে মেসেজ পাঠালাম। এতে আপনার কর্মচারী জড়িত আছে। আপনি এখনই পুলিশকে জানিয়ে রাখুন।’

একই দিনে রাত ১১ টা ৪০ মিনিটে একই ইমেইল থেকে শিক্ষা অধিদফতরের এক কর্মকর্তাকে মেইল করে বলা হয়, ‘স্যার অনেক স্কুলে আগামী ২৬ আগস্ট কিছু অসৎ লোক একসাথে বোমা হামলা করতে পারে। আপনি এই কোমলমতি শিশুদের বাঁচান। আমি তাদের একজন। আমার বিবেক মানে নাই, বলে আমি আপনাকে ইমেইল করে জানালাম। এই ইমেইল নাম্বারটি আমার এক বড় ভাইয়ের। সে হামলা সম্পর্কে কিছু জানে না। স্যার জানলে তারা হয়তো আমাকে মেরে ফেলবে। শিশুদের বাঁচান।’

ডিসি বলেন, এ ঘটনায় মিরপুর মডেল থানায় জিডি হলে ডিএমপির সাইবার সিকিউরিটি বিভাগের সোস্যাল মিডিয়া মনিটরিং টিম তথ্য প্রযুক্তির সহায়তায় ২৪ আগস্ট বিকেলে ধানমন্ডি থেকে আল-আমিনকে গ্রেফতার করে। এসময় একটি মোবাইল সেট, রাউটার, ইমেইলে হুমকি সম্পর্কিত তথ্য জব্দ করা হয়।

বিজ্ঞাপন

ডিএমপি বোমা বোমা হামলার হুমকি

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর