Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএসইসি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি দুদক


২৬ আগস্ট ২০১৯ ১৪:৪৫ | আপডেট: ২৬ আগস্ট ২০১৯ ১৫:৫২

ঢাকা: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেনের বিরুদ্ধে শেয়ারমার্কেট ম্যানুপুলেশন করে অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগের সত্যতা পায়নি দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছে ।

সূত্র জানায়, দুদকের গোপন গোয়েন্দা তথ্যানুসন্ধানে এর কোনো সত্যতা মেলেনি। বিএসইসি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এলে কমিশনের গোয়েন্দা ইউনিট আগস্টের প্রথম সপ্তাহেই তথ্য সংগ্রহ শুরু করে। এই কাজটি খুব গোপনে করলেও হঠাৎ করে ২১ আগস্ট বিষয়টি জানাজানি হয়ে যায়। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়। যদিও ওই সময় দুদক থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি।

সূত্র আরও জানায়, গোয়েন্দা প্রতিবেদনটি কমিশনে উপস্থাপন করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অভিযোগকরাীর কোনো অস্তিত্ব নেই। সে ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করেছেন। এটি একটি ভুয়া অভিযোগ।

অভিযোগের বিষয়ে বলা হয়েছে, খায়রুল হোসেনের বিরুদ্ধে যে সব অভিযোগ আনা হয়েছে, এর কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

দুদকের আরেকটি সূত্র জানায়, কমিশন গোয়েন্দা প্রতিবেদনটি আমলে নিয়ে অভিযোগটির গোপন তথ্যানুসন্ধান নথিভুক্ত করেছে।

অভিযোগ এসইসি চেয়ারম্যান দুদক সত্যতা