সুদানে ভয়াবহ বন্যায় ৬২ জনের মৃত্যু
২৬ আগস্ট ২০১৯ ১১:৩১ | আপডেট: ২৬ আগস্ট ২০১৯ ১৩:১৫
সুদানে মুষলধারে বৃষ্টিপাত এবং বন্যায় এ পর্যন্ত ৬২ জনের মৃত্যু হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।
জুলাই মাসের শুরু থেকেই সুদানে ভারী বৃষ্টিপাত অব্যাহত আছে। দেশটির ১৫ প্রদেশের প্রায় দুই লাখ মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে। সুদানের দক্ষিণে হোয়াইট নীল এবং এর অববাহিকায় এ বন্যার সবচেয়ে ক্ষতিকর প্রভাব পড়েছে।
জাতিসংঘ জানিয়েছে, প্রায় ৩৭ হাজার ঘরবাড়ি এরই মধ্যে ধ্বংস প্রাপ্ত হয়েছে।
আগামী অক্টোবর পর্যন্ত সুদানে বর্ষাকাল থাকবে। সেক্ষেত্রে আরও ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।