Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলক্ষেত মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত


২৫ আগস্ট ২০১৯ ১৬:৩৪

ঢাকা: রাজধানীর নীলক্ষেত মোড়ে প্রাইভেটকার ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

রোববার (২৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে লালবাগ থানা পুলিশ নিশ্চিত করেছে।

নিহত ওই ব্যক্তির নাম আফাস উদ্দিন (৫৮)। তার বাসা বংশাল মুকিমবাজার এলাকায়। ওই এলাকায় তার মোটরপার্টসের ব্যাবসা রয়েছে।

প্রত্যক্ষদর্শী নীলক্ষেত সিএনজি পাম্পের স্টাফ মো. শরিফ জানান, পাম্পের সামনেই একটি প্রাইভেটকার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী সিটকে পড়ে গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই মো. রফিক উদ্দিন জানান, দুপুরে পলাশীর ইঞ্জিনিয়ারিং গার্লস স্কুল থেকে মেয়ে সামিয়াকে আনতে বের হন আফাস উদ্দিন। তবে তিনি নীলক্ষেত মোড়ে কেন গিয়েছিলেন তা জানা নেই। দুর্ঘটনার সময় তিনি একাই ছিলেন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

এদিকে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন জানান, দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে বলে খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

দুর্ঘটনা নিহত নীলক্ষেত মোড় মোটরসাইকেল আরোহী

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর