Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্ধুর বাসায় ভাড়া করা চোর


২৫ আগস্ট ২০১৯ ১৫:৫৫ | আপডেট: ২৫ আগস্ট ২০১৯ ১৭:৪৮

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরীর বন্দর থানার গোসাইলডাঙ্গা এলাকায় এক ব্যবসায়ীর বাসায় চুরির ঘটনায় ২ নারীসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ওই ব্যবসায়ী স্থানীয় সংসদ সদস্য এম এ লতিফের ভাই। পুলিশ জানিয়েছে, বন্ধুদের মধ্যে সম্পর্কের অবনতি হওয়ার পর ভাড়া করা চোর দিয়ে পরিকল্পিতভাবে ওই ব্যবসায়ীর বাসায় চুরি করানো হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) রাতভর চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় বন্দর থানা পুলিশ ও নগর গোয়েন্দা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে বলে জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি-বন্দর) আরেফিন জুয়েল।

বিজ্ঞাপন

গ্রেফতার ছয়জন হলেন- সুলতান আরেফিন জীবন (২৮), সাজ্জাদ হোসেন টিপু (৩২), ইসমাইল হোসেন (৩২), মো.শরীফ (৩৮), জেসমিন আক্তার (৩৫) ও রেহানা আক্তার (৩২)। গ্রেফতার ২ নারী এক ‘চোরের’ স্ত্রী। চুরি করা স্বর্ণালঙ্কার সে তার স্ত্রীদের উপহার দিয়েছিল। তাদের কাছ থেকে চোরাই স্বর্ণালঙ্কার উদ্ধারের পর ২ নারীকেও গ্রেফতার করা হয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী সারাবাংলাকে জানান, গত ১৯ আগস্ট রাত সাড়ে তিনটা থেকে সকাল সাড়ে ৭টার মধ্যে নগরীর মধ্যম গোসাইলডাঙ্গা এলাকার ব্যবসায়ী মো.ইফতেখার হোসেনের বাসায় চুরি হয়। জানালার গ্রিল কেটে চোরেরা প্রবেশ করে ওই বাসা থেকে প্রায় ৩৯ ভরি স্বর্ণালঙ্কার, ২টি হীরার আংটি ও একটি নাকফুল এবং নগদ ১৮ লাখ টাকা চুরি করে নিয়ে যায়। চোরেরা তাদের বাসা থেকে স্বর্ণালঙ্কার সহ প্রায় ৩৯ লাখ ৭০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ করে ইফতেখার একটি মামলা করেন। ওই মামলার ভিত্তিতে অভিযানে নেমে আমরা ছয়জনকে গ্রেফতার করি।

বিজ্ঞাপন

‘মামলার বাদী ইফতেখার এবং গ্রেফতার হওয়া জীবন ও টিপু পরস্পরের বন্ধু। তারা একসঙ্গে ব্যবসা করেন। ইফতেখার তাদের কাছে টাকা পান। এ নিয়ে তাদের মধ্যে সম্পর্কের অবনতি হলে জীবন ও টিপু মিলে ইফতেখারের বাসায় চুরির পরিকল্পনা করেন। গ্রেফতার হওয়া ইসমাইলের মাধ্যমে তারা শরীফ ও আমির নামে দুজন পেশাদার চোরকে চুরির দায়িত্ব দেন’ বলেন ওসি

এডিসি আরেফিন জুয়েল সারাবাংলাকে বলেন, ‘ঘটনার সময় ইফতেখার কক্সবাজারে ছিলেন। তার অনুপস্থিতির বিষয় নিশ্চিত হয়েই জীবন, টিপু ও ইসমাইল মিলে চুরির পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী শরীফ ও আমির মিলে ইফতেখারের বাসায় চুরি করে। গ্রেফতার হওয়া জেসমিন ও রেহানা আমিরের দুই স্ত্রী। আমির চুরি করা স্বর্ণালঙ্কারে তার ভাগের অংশ দুই স্ত্রীকে উপহার দেন। নগদ টাকাও ভাগ করে দেন।’

দুই স্ত্রীর বাসায় অভিযান চালিয়ে ৮ ভরি ৯ আনার ৪ রতি স্বর্ণালঙ্কার এবং ৪ লাখ ৩০ হাজার ৫০০ টাকা উদ্ধারের পর তাদেরও গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন এডিসি আরেফিন জুয়েল।

চট্টগ্রাম চোর চোর গ্রেফতার বন্ধুর বাসা