Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে ১১ ‘ডাকাত’ গ্রেফতার


২৫ আগস্ট ২০১৯ ১৩:৩৮ | আপডেট: ২৫ আগস্ট ২০১৯ ১৬:০৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে কোতোয়ালী থানা পুলিশ।

শনিবার (২৪ আগস্ট) রাতে নগরীর কোতোয়ালী থানার লালদিঘীর পাড় এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন সারাবাংলাকে বলেন, ‘নগরীর জুবিলী রোড এলাকায় দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে চুরির ঘটনা তদন্তে গিয়ে আমরা এই চোরচক্রের সন্ধান পাই। সিসিটিভি ফুটেজ দেখে বেশ কয়েকজনকে শনাক্তের পর তাদের মধ্য থেকে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর ওই ১১ জন স্বীকার করেছে যে- এই দলের সদস্যরা সারাদেশে ঘুরে ঘুরে বিভিন্ন দোকান, ব্যবসা ও আর্থিক প্রতিষ্ঠানে ডাকাতি করে। সাধারণত মোবাইল, ল্যাপটপ এবং নগদ টাকা তারা নিয়ে যায়।’

গ্রেফতার চট্টগ্রাম ডাকাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর