Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবা‌নে বা‌স-মোটরসাই‌কে‌ল সংঘর্ষে পু‌লিশ কন‌স্টেবল নিহত


২৫ আগস্ট ২০১৯ ১২:৫৩

বান্দরবান: বান্দরবা‌নে বা‌সের সা‌থে মোটরসাই‌কে‌লে‌র ধাক্কায় পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছে। এ ঘটনায় বাস ও চালক‌কে আটক ক‌রে‌ছে বান্দরবান থানা পু‌লিশ।

শ‌নিবার (২৪ আগস্ট) রাত ১১টার দিকে বান্দরবান বালাঘাটা সড়‌কের রোয়াংছ‌ড়ি স্টেশন সংলগ্ন নবনি‌র্মিত শিশু পা‌র্কের সামনে এ দুর্ঘটনা ঘ‌টে।

‍দুর্ঘ‌টনায় নিহত পু‌লিশ ক‌নে‌স্টেব‌লের নাম মো. ইমরান হো‌সেন জ‌নি (২৪)। সে ফেনীর মো. জাহাঙ্গীর আলমের ছে‌লে। ইমরান বান্দরবান পু‌লিশ লাইনে আরআই অফিসে কর্মরত ছিলেন।

পু‌লিশ জানায়, শনিবার রাত ১১টার দি‌কে ক‌নস্টেবল মো. ইমরান হো‌সেন জ‌নি বালাঘাটার পু‌লিশ লাইন থে‌কে মোটরসাইকেল নিয়ে বান্দরবান আসার প‌থে রোয়াংছ‌ড়ি স্টেশন এলাকায় নব‌নি‌র্মিত শিশুপা‌র্কের সাম‌নে এলে বিপরীত দিক থে‌কে আসা খাজা গরী‌বে নেওয়াজ সা‌র্ভি‌সের এক‌টি বাসের (চট্ট‌মে‌ট্রো-চ ২২০৭) সা‌থে ধাক্কা লা‌গে। এ সময় তিনি গুরুতর আহত হন। প‌রে ইমরানকে উদ্ধার ক‌রে বান্দরবান সদর হাসপাতা‌লে নি‌য়ে গেলে তা‌কে চট্টগ্রাম মে‌ডিকে‌লে স্থানান্তর ক‌রা হয়। সেখানে দিবাগত রাত দুইটার দিকে কর্তব্যরত চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. এনামুল হক ভুইয়া ব‌লেন, ‘রা‌তে পু‌লিশ লাইন থে‌কে বান্দরবান আসার প‌থে বা‌সের সা‌থে মোটরসাই‌কেলের ধাক্কায় পু‌লিশ সদস্য ইমরানে নিহত হ‌য়ে‌ছেন। এঘটনায় বাস ও চালক মো. সাইফুল ইসলামকে আটক করা হ‌য়ে‌ছে।

পুলিশ কনস্টেবল বান্দরবান বাস-মোটরসাইকেল সংঘর্ষ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর