‘উই আর রোহিঙ্গা, নট বাঙালি’ স্লোগানে মুখর কুতুপালং ক্যাম্প
২৫ আগস্ট ২০১৯ ১২:২৭ | আপডেট: ২৫ আগস্ট ২০১৯ ১৭:০৯
কক্সবাজার: ২৫ আগস্ট। ২০১৭ সালের এই দিনে সেনাবাহিনীর নিপীড়নের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন মিয়ানমারের সাড়ে ১১ লাখ রোহিঙ্গা। নিজেদের ভূমি থেকে বাস্তুচ্যুত হয়ে কক্সবাজারে কুতুপালং ক্যাম্পে আশ্রয় হয় তাদের। সেই আশ্রিত জীবনের দুই বছর পূর্ণ হলো আজ। সেই উপলক্ষে কুতুপালং ৪ নম্বর ক্যাম্পের বর্ধিতাংশে সকাল থেকে সমবেত হন তারা, সবাই মিলে স্লোগান তোলেন— ‘উই আর রোহিঙ্গা, নট বাঙালি’।
এদিন কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে মানববন্ধন ও সমাবেশ করে রোহিঙ্গাদের বিভিন্ন সংগঠন। রোহিঙ্গাদের নিজস্ব রীতির সাদা পোশাকে সমাবেশে উপস্থিত ছিলেন তারা। হাতে ছিল ব্যানার-পোস্টার ও প্ল্যাকার্ড। কক্সবাজারের কমিউনিটি রেডিও নাফ’র ‘পালংয়ের হথা’ কর্মসূচি এ সব তথ্য সংগ্রহ করে সারাবাংলাকে জানিয়েছে।
রোহিঙ্গাদের সমাবেশে রোহিঙ্গা কমিউনিটির নেতারা বক্তব্য দেন। তাদের আশ্রয় দেওয়ার জন্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান রোহিঙ্গা নেতারা। পাশাপাশি মিয়ানমারে তাদের নাগরিকত্ব ফিরিয়ে দেওয়াসহ ন্যায়বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বক্তারা আহ্বান জানান।
পরে দিবসটি উপলক্ষে মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে রোহিঙ্গাদের সমাবেশ উপলক্ষে কুতুপালং ক্যাম্পের একটি মাঠে মঞ্চ প্রস্তুত করা হয়। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ১০ দফা তুলে ধরা হয়। দফাগুলোর মধ্যে রয়েছে মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসন, নাগরিকত্ব ফিরিয়ে দেওয়া, ভিটেমাটির অধিকার দেওয়া প্রভৃতি।
সমাবেশস্থলে ২৫ আগস্ট সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ সমাবেশে রোহিঙ্গারা অংশ নেন।
সমাবেশ প্রসঙ্গে আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস নামক সংগঠনের চেয়ারম্যান মুহিব বুল্লাহ বলেন, ‘বিশ্ববাসীর সামনে রোহিঙ্গাদের দাবি তুলে ধরতে চাই। মিয়ানমারে আমাদের নাগরিকত্ব ফিরিয়ে দিতে হবে এবং ভিটেমাটি ফিরিয়ে আমাদের প্রত্যাবাসন করতে হবে।’
ছবি: ‘পালংয়ের হথা’ কমিউনিটি রেডিও নাফ।
কুতুপালং বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার মিয়ানমারের নাগরিক রাখাইন রোহিঙ্গা