ইসলামের কথা বলে যারা জঙ্গিবাদে জড়াচ্ছে তারা পথভ্রষ্ট: নওফেল
২৪ আগস্ট ২০১৯ ২২:৪০ | আপডেট: ২৫ আগস্ট ২০১৯ ০০:১৫
চট্টগ্রাম ব্যুরো: শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ইসলামের কথা বলে যারা জঙ্গিবাদে জড়াচ্ছে, তারা পথভ্রষ্ট। তারা ইসলামের শত্রু।
শনিবার (২৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে এক আলোচনা সভায় উপমন্ত্রী নওফেল একথা বলেন। খ্যাতিমান আধ্যাত্মিক সাধক প্রয়াত শাহ সূফী মাওলানা সৈয়দ মঈনুদ্দীন আহমদ আল হাসানীর কর্ম-দর্শনের ওপর এই আলোচনা সভার আয়োজন করা হয়।
নওফেল বলেন, ‘ইসলামের প্রচারে সূফীবাদের প্রভূত ভূমিকা আছে। ইসলাম সবসময়ই মানবতা ও শান্তির কথা বলে এসেছে। যারা ইসলামের কথা বলে জঙ্গিবাদে জড়ায় কিংবা মানুষ হত্যার উৎসবে মেতে ওঠে তারা অবশ্যই পথভ্রষ্ট ও ইসলামের ঘোরতর দুশমন। এদের ব্যাপারে আলেম সমাজ ও দেশবাসীকে সজাগ থাকতে হবে।’
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নওফেল বলেন, ‘মাইজভাণ্ডারী তরিকার মনীষীরা ইসলামের শান্তি, সহমর্মিতা ও মানবতার দর্শন তুলে ধরেছেন। তারা মানবিক সম্প্রীতিময় সমাজ গড়তে নিজেদের নিয়োজিত করেছেন। সূফী-আউলিয়াদের ইসলামে হানাহানি নেই। তলোয়ারের শক্তি বিজয় আসে না, বিজয় আসে মানবতার শক্তিতে।’
সভায় আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার কেন্দ্রীয় সভাপতি মাওলান সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী বলেন, বহুত্বের মধ্যে ঐক্য সাধনই হচ্ছে মাইজভাণ্ডারী মহাত্মাদের জীবন দর্শন। দেশে বহু পথ থাকবে, বহু মতাদর্শের মানুষ থাকবে। সবাই মিলে শান্তি ও সম্প্রীতির সঙ্গে বসবাস করে মানবিক ঐক্য গড়াই হচ্ছে সৈয়দ মইনুদ্দীন আহমদ আল-হাসানীর জীবন দর্শন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মুফতি সালেহ সুফিয়ান মাইজভাণ্ডারী। আলোচনায় অংশ নেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান, মাইজভাণ্ডার রহমানিয়া মইনীয়া মাদ্রাসার সাবেক ছাত্র সংসদের সভাপতি হাফেজ মো. নূরুল আমীন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব এম এ মতিন, সৈয়দ বদরুদ্দোজা বারী, সাদেকুর রহমান হাশেমী, সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের মহাসচিব কাজী মহসীন চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস, সাংবাদিক হাসান আকবর, ডেপুটি এর্টনি জেনারেল আবুল হাশেম, নগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী, নগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী এটলী।