Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাম্প্রদায়িক উসকানি সহ্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী


২৪ আগস্ট ২০১৯ ২২:১৪ | আপডেট: ২৪ আগস্ট ২০১৯ ২২:১৭

ধর্মকে কেন্দ্র করে সাম্প্রদায়িক কোনো উসকানি সহ্য করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, কেউ সাম্প্রদায়িক উসকানির চেষ্টা করলে তার বা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২৪ আগস্ট) বিকেলে রাজধানীর স্বামীবাগে ইসকন মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক সভায় মন্ত্রী একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ১০ বছরে সব ধর্মের মানুষ নির্বিঘ্নে যার যার ধর্মীয় উৎসব পালন করছে। এতে কোনো বিশৃঙ্খলা ঘটেনি। কারণ আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারি করছে। তাই কেউ যদি ধর্মকে কেন্দ্র করে কোনো সাম্প্রদায়িক উসকানির চেষ্টা করে তবে তা সহ্য করা হবে না। কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় উসকানিমূলক পোস্ট দেওয়া থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এদেশ ধর্মীয় শৃঙ্খলায় বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি সচেতন। তাই কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় কোনো উসকানিমূলক পোস্ট দেওয়ার চেষ্টা করবেন না। এটা আমার অনুরোধ। আর যদি কেউ সে চেষ্টা করেন তবে জেনে রাখুন আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারি করছে সামাজিক যোগাযোগমাধ্যমে। কোনো ‍উসকানিমূলক পোস্ট করলেই সঙ্গে সঙ্গে সেটি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসবে।

মন্ত্রী আরও বলেন, আমি কিছু দিন আগে ভারত সফরে গিয়েছিলাম। সেখানকার স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বেশ প্রশংসা করেছেন। বাংলাদেশ এখন সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বে রোল মডেল। কাজেই আমাদের সকলকে মিলে-মিশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কাজ করতে হবে।

বিজ্ঞাপন

সভায় আরও উপস্থিত ছিলেন- খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার, ডিএমপির ওয়ারীর উপ-কমিশনার (ডিসি) মোঃ ইব্রাহীম খানসহ অন্যান্যরা।

জন্মাষ্টমী ধর্মীয় সম্প্রীতি সাম্প্রদায়িক উসকানি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর