জাপার পার্লামেন্টারি বোর্ডে ঠাঁই হয়নি রওশনের
২৪ আগস্ট ২০১৯ ১৮:৩৯ | আপডেট: ২৪ আগস্ট ২০১৯ ২২:৫০
ঢাকা: এরশাদপত্নী বেগম রওশন এরশাদকে বাদ দিয়ে রংপুর-৩ শূন্য আসনে প্রার্থী মনোনয়ন দিতে জাতীয় পার্টি পার্লামেন্টারি বোর্ড গঠন করেছে।
শনিবার (২৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই আসনে জাতীয় পার্টির প্রার্থী মনোনয়নের জন্য আট সদস্যবিশিষ্ট পার্লামেন্টারি বোর্ড গঠন করা হয়েছে। পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরকে আহ্বায়ক ও পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁকে সদস্য সচিব করে এই বোর্ড গঠন করা হয়েছে।
পার্লামেন্টারি বোর্ডের অন্য সদস্যরা হলেন- কাজী ফিরোজ রশীদ এমপি, গোলাম কিবরিয়া টিপু এমপি, অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম, মাহমুদুল ইসলাম চৌধুরী, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি ও লে. জে. অব. মাসুদ উদ্দিন চৌধুরী এমপি।
আগামীকাল রোববার (২৫ আগস্ট) তারিখে বনানীতে জাতীয় পার্টির কার্যালয় থেকে রংপুর-৩ আসনের জন্য ফরম বিতরণ করা হবে।
এরশাদ এরশাদের আসন জাতীয় পার্টি জাপা জি এম কাদের পার্লামেন্টারি বোর্ড রংপুর-৩ আসন