মুক্তাগাছায় ৮ বছরের শিশুকে ধর্ষণ
২৪ আগস্ট ২০১৯ ১৭:৩৯
ঢাকা: ময়মনসিংহের মুক্তাগাছায় আট বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। ভিকটিম শিশুটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
গত শুক্রবার দুপুরে মুক্তাগাছা উপজেলার ৮নং দাওগাঁও ইউনিয়নের এক গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ধর্ষক পলাতক রয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, স্থানীয় গার্মেন্টস কর্মীর আট বছরের শিশু কন্যা নানার বাড়িতে থেকে পাশের প্রাইমারি স্কুল পড়াশোনা করছিল। শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী সোবহানের ছেলে আব্দুর রহিম ওরফে চাকি (১৮) শিশুটিকে ফুসলিয়ে বাথরুমে নিয়ে ধর্ষণ করে।
পরে প্রতিবেশীরা শিশুটিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। শিশুটির পরিবার থানায় মামলা করেছে।
মুক্তাগাছা থানার সেকেন্ড অফিসার রফিকুল ইসলাম জানান, শিশুটি হাসপাতালে ভর্তি আছে। ধর্ষককে ধরতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।