বাংলাদেশ ইউনিভার্সিটির সঙ্গে সেগি ইউনিভার্সিটির সমঝোতা সই
২৪ আগস্ট ২০১৯ ১৭:১১ | আপডেট: ২৪ আগস্ট ২০১৯ ১৭:১৬
ঢাকা: বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিকীকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে একটি সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি ও মালয়েশিয়ার সেগি ইউনিভার্সিটি।
সমঝোতা অনুযায়ী বিশ্ববিদ্যালয় দুটি পরস্পরের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়সহ যৌথ গবেষণা, শিক্ষক প্রশিক্ষণ, উদ্যোক্তা উন্নয়ন কর্মকাণ্ড, যৌথ সম্মেলন ও শিক্ষাবৃত্তি প্রভৃতি নিয়ে কাজ করবে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) মালয়েশিয়ার সেগি ইউনিভার্সিটি ক্যাম্পাসে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। শনিবার (২৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন বাংলাদেশ ইউনিভার্সিটির পরিচালক ইঞ্জিনিয়ার কাজী তাইফ সাদাত এবং সেগি ইউনিভার্সিটির পক্ষে উপাচার্য প্রফেসর ড. প্যাট্রিক।