ডেঙ্গুতে ৫ মাস বয়সী শিশুর মৃত্যু
২৪ আগস্ট ২০১৯ ১৫:৩১ | আপডেট: ২৪ আগস্ট ২০১৯ ১৫:৩৯
ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে চিকিৎসাধীন অবস্থায় জারিফ নামের ৫ মাস বয়সী এক শিশু মারা গেছে। শিশুটি ময়মনসিংহের শিকারীকান্দা গ্রামের মো. আরিফ মিয়ার ছেলে।
শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে তার মৃত্যু হয়।
ময়মনসিংহ মেডিকেল কলেজের উপ-পরিচালক লক্ষ্মী নারায়ণ মজুমদার একথা নিশ্চিত করেছেন।
লক্ষ্মী নারায়ণ মজুমদার জানান, ডেঙ্গু জ্বর নিয়ে শিশুটি শুক্রবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর পরই মারা যায়। এর দুই দিন আগে সে গাজীপুরে চিকিৎসা নিয়েছিল। সেখানে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেলে পাঠাতে পরামর্শ দেন। কিন্তু জারিফের পরিবার গতকাল বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটিকে ভর্তি করান।
এ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১ হাজার ১৪২ জন রোগী চিকিৎসা নিয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ১১০ জন। এরমধ্যে জারিফসহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে।