‘শিশুদের জন্য আলাদা আদালত হওয়া উচিত’
২৪ আগস্ট ২০১৯ ১৫:৩২ | আপডেট: ২৪ আগস্ট ২০১৯ ১৫:৪২
ঢাকা: শিশু কিশোর অপরাধের বিচারের জন্য আলাদা ‘শিশু আদালত’ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন আপিল বিভাগের বিচারপতি ইমান আলী।
শনিবার (২৪ আগস্ট) সুপ্রিমকোর্টের কনফারেন্স কক্ষে শিশু আইন ২০১৩ নিয়ে বিভাগীয় পরামর্শ সভায় তিনি এ মন্তব্য করেন।
জাতিসংঘের শিশু তহবিল বা ইউনিসেফ এবং সুপ্রিমকোর্টের বিশেষ কমিটি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি ইমান আলী বলেন, শিশুদের জন্য পৃথক আদালত হওয়া উচিত। যেখানে শুধুমাত্র শিশুদের অপরাধের বিচার কাজ চলবে। অগ্রাধিকার ভিত্তিতে এটি করা উচিত বলে মন্তব্য করেন তিনি।
শিশু আদালত প্রতিষ্ঠায় সদিচ্ছার অভাব রয়েছে উল্লেখ করে আপিল বিভাগের জ্যেষ্ঠ এ বিচারপতি বলেন, পৃথক শিশু আদালত প্রতিষ্ঠার কথা আইনমন্ত্রী ২০১৭ সালের মে মাসে বলেছিলেন। কিন্তু দুই বছর কেটে গেলেও সেটি বাস্তবায়ন হয়নি।
তিনি বলেন, বিশ্বের বিভিন্ন গরিব রাষ্ট্রগুলোতেও শিশুদের জন্য আলাদা আদালত রয়েছে। কিন্তু আমাদের দেশে এখনও আমরা করতে পারিনি।
তিনি বলেন, শিশুদের বিচার হবে সংশোধনের উদ্দেশ্যে। শাস্তি দেওয়ার উদ্দেশ্যে নয়। শিশু আর প্রাপ্ত বয়সের অপরাধীর বিচার এক রকম নয়। প্রাপ্ত বয়সের অপরাধীর ক্ষেত্রে শাস্তি দেওয়াই থাকে উদ্দেশ্য। কিন্তু শিশুদের ক্ষেত্রে সেটি নয়।
আইনেই বলা আছে শিশু অপরাধীর বিচার তাড়াতাড়ি করতে হবে। কেননা তাদের ভবিষ্যত সামনে। তাকে ভালো হওয়ার সুযোগ দিতে হবে।
সভায় ‘শিশু আইন ২০১৩’ ও সম্প্রতি হাইকোর্টের দেওয়া রায়ের বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন হাইকোর্ট বিভাগের বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি নাইমা হায়দারসহ অনেকেই।