Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলা যায় না’


২৪ আগস্ট ২০১৯ ১৩:৫৪ | আপডেট: ২৪ আগস্ট ২০১৯ ১৪:৩৮

নারায়ণগঞ্জ: বঙ্গবন্ধুকে বাঙালি জাতিসত্তার প্রতীক উল্লেখ করে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, তাকে ইতিহাস থেকে মুছে ফেলা যায় না।

তিনি বলেন, খুনিচক্র ভেবেছিল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মাধ্যমে তাকে ইতিহাস থেকে চিরতরে বিচ্ছিন্ন করা যাবে। কিন্তু ইতিহাস প্রমাণ করেছে, বঙ্গবন্ধু বাঙালি জাতিসত্তার প্রতীক। তাকে ইতিহাস থেকে মুছে ফেলা যায় না। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন বাঙালি বঙ্গবন্ধুকে ভুলতে পারবে না।

বিজ্ঞাপন

শনিবার (২৪ আগস্ট) দুপুরে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকায় আয়োজিত এক দোয়া মাহফিল ও আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠন এই অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রী।

অনুষ্ঠানে গোলাম দস্তগীর গাজী বলেন, জাতির পিতাকে হত্যা করে দেশের চরম সর্বনাশ করেছে খুনিরা। বঙ্গবন্ধুকে যেদিন হত্যা করা হয়েছিল, সেদিন শেখ হাসিনা দেশের বাইরে থাকার কারণেই প্রাণে বেঁচে যান। কিন্তু তাকেও বারবার হত্যার ষড়যন্ত্র করা হয়েছে, হচ্ছে। সব ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে তিনি বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করতে লড়ে যাচ্ছেন।

মন্ত্রী বলেন, বাঙালির মুক্তির লক্ষ্য বুকে ধারণ করে জাতির জনক সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে তার সেই স্বপ্ন বাস্তবায়িত করতে হবে। বঙ্গবন্ধুর সেই স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র লক্ষ্য।

বিজ্ঞাপন

বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বজলুর রহমান বজলু।

অনুষ্ঠা‌নে আরও উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা প‌রিষ‌দের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ভুঁইয়া ও ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা; উপ‌জেলা আওয়ামী লী‌গের সা‌বেক দফতর সম্পাদক আব্দুল আজিজ ও সা‌বেক কার্যকরী সদস্য আব্দুল ক‌রিম পাঠান; চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন মহিলা লীগের সভাপতি পারভীন আক্তার; উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা; আওয়ামী লীগ নেতা ম‌তিউর রহমান আকন্দ; নব‌কিশলয় হাই স্কুল অ্যান্ড ক‌লে‌জের অধ্যক্ষ ন‌জিবর রহমান; চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি ডাক্তার আনোয়ার হোসে ও সাধারণ সম্পাদক আবিদ হাসান চানমিয়া; উপ‌জেলা যুবলী‌গের যুগ্মসম্পাদক শ‌ফিকুল ইসলাম জা‌হিদ, চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন স্বেচ্ছা‌সেবক লীগের সাধারণ সম্পাদক আবুবকরসহ অন্যরা।

গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু বস্ত্র ও পাটমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর