Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসছে বিমান অ্যাপ: ঘরে বসেই পাবেন অনেক সুবিধা


২৪ আগস্ট ২০১৯ ০৯:৫৩ | আপডেট: ২৪ আগস্ট ২০১৯ ১৪:২৪

ঢাকা: মোবাইল অ্যাপের মাধ্যমেই জানা যাবে বিমানের টিকিট সম্পর্কে। ঘরে বসেই টিকিট কাটা বা পরিবর্তন করা যাবে তারিখ। এমন সুবিধা নিয়ে বিমানের অ্যাপ প্রায় প্রস্তুত। এখন চলছে যাচাই বাছাই। আর একমাস পরে অ্যাপটি প্লেস্টোরে ছেড়ে দেওয়া হবে। তখন যে কেউ মোবাইল ফোনে অ্যাপটি ডাউনলোড করে বিমান টিকিটসহ অনেক সুবিধা পাবেন বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিমান ও সিএ) মো. মোকাব্বির হোসেন সারাবাংলাকে বলেন, ‘অ্যাপটি বিমান নামেই প্লেস্টোরে থাকবে। টিকিট করা, টিকিট পরিবর্তন, বাতিল, রিফান্ড সুবিধা এখানে থাকবে। এছাড়া যাত্রী অনলাইনে চেকইন ও ব্যাগেজ ব্যবস্থাপনা সুবিধা পাবেন অ্যাপের মাধ্যমে।’

বিজ্ঞাপন

বিমানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, অ্যাপটির কাজ প্রায় শেষ বলা যায়। এখন যাচাই বাছাই চলছে। পুরোপুরি একটি টিকিটিং অ্যাপস এটি। যা স্মার্টফোনের এন্ড্রয়েড এবং আইওএস উভয় প্লাটফর্মে ব্যবহার করা যাবে।

ইত্তেহাদ বা এমিরেটস এয়ারলাইন্সের অ্যাপে যাত্রীরা যেসব সুবিধা পান ঠিক একই সুবিধা দেওয়া হবে বিমানের এই অ্যাপে। এখন এটি প্লেস্টোরে ছাড়ার অপেক্ষায় রয়েছে বলে জানান বিমানের এই কর্মকর্তা।

বিমানের নতুন অ্যাপটি এলে আর বিমান টিকিট করতে এজেন্ট বা ট্রাভেল এজেন্সি বা বিমানের নিজস্ব সেলস সেন্টারে যেতে হবে না। রাত দিন যেকোনো সময়ে মোবাইল অ্যাপসে প্রবেশ করে টিকিট কাটা এবং পেমেন্ট সুবিধা পাবেন যাত্রীরা। পেমেন্ট বিভিন্ন মোবাইল ব্যাংকিং বিকাশ রকেট সহ ব্যাংকের এটিএম ও ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করা যাবে।

বিজ্ঞাপন

বাংলাদেশের একমাত্র সরকারি উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রাষ্ট্রীয় পতাকাবাহী এই উড়োজাহাজের ঢাকা ছাড়াও চট্টগ্রাম এবং সিলেট থেকে কার্যক্রম পরিচালিত হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩৬টি নিজস্ব টিকিট বিক্রয়কেন্দ্র রয়েছে। এর মধ্যে আটটি বাংলাদেশে এবং ২৮টি বিদেশে। এছাড়া হাজারের বেশি এজেন্টের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকিট বিক্রি করে। অনেক সময় যাত্রীরা এজেন্টের মাধ্যমে টিকিট কিনতে গিয়ে অতিরিক্ত দাম দেওয়ার অভিযোগ পাওয়া যেত। তবে মোবাইল অ্যাপসের মাধ্যমে যাত্রী বিমানের যেকোনো রুটের টিকিট সরাসরি ন্যায্যমূল্যে কাটতে পারবেন।

বহির্বিশ্বের ১৯টি রুটে এবং দেশের ভেতরে ৭টি  রুটে চলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আর আন্তর্জাতিক রুটের মধ্যে সবচেয়ে বেশি ফ্লাইট পরিচালনা করা হয় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে।

সবশেষ বোয়িং ড্রিমলাইনার গাঙচিলসহ রাষ্ট্রীয় বিমান সংস্থার বহরে রয়েছে ১৫টি উড়োজাহাজ। আগামী মাসে যোগ হবে আরও ১টি ড্রিমলাইনার।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিমানের নতুন অ্যাপ শিগগিরই প্লেস্টোরে ছাড়া হবে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর