Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধু জন্মেছিলেন বলেই দেশ স্বাধীন হয়েছে: দস্তগীর গাজী


২৩ আগস্ট ২০১৯ ১৭:৩৩

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, ‘স্বাধীনতা মানেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এমন বিশাল মাপের একজন নেতা এখানে জন্মেছিলেন বলেই বাংলাদেশ আজ স্বাধীন। বঙ্গবন্ধু, স্বাধীনতা, বাংলাদেশ- এ শব্দগুলো যেন অঙ্গাঙ্গীভাবে জড়িত। বঙ্গবন্ধু ও বাংলাদেশ অভিন্ন। বাংলাদেশের কথা বলতে গেলে অনিবার্যভাবে এসে যায় বঙ্গবন্ধুর জীবনগাথা।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, ‘বারবার ষড়যন্ত্রের পরও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বেঁচে আছেন বঙ্গবন্ধুর অসম্পন্ন কাজ সম্পন্ন করার জন্যই। শেখ হাসিনা বিশ্বাস করেন, তিনি তার পিতার রেখে যাওয়া কাজগুলো এমনভাবে সম্পন্ন করবেন, যাতে বাংলাদেশ একটি উন্নত-সমৃদ্ধ দেশ হতে পারে। সে লক্ষ্যেই এগিয়ে চলেছে বাংলাদেশ।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী।

বিশেষ অতিথির বক্তব্যে তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী বলেন, ‘বিএন‌পি-জামায়াত জোট দেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে চায়। তারা দেশে জঙ্গিবাদের উত্থান ঘটিয়ে দেশের উন্নয়নে ব্যাঘাত ঘটানোর চেষ্টা বানা‌তে চায়। দেশ‌কে পিছিয়ে দিতে নানা ষড়যন্ত্র করছে। তাদের ষড়যন্ত্র কোনোদিন সফল হবে না।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা প‌রিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ভুঁইয়া, উপজেলা প‌রিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আব্দুল আজিজ, তারাবো পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোল্লা, আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান ভূঁইয়া, নজরুল ইসলাম চৌধুরী ও মোসাদ্দেক হোসেন পান্নু, তারা‌ব পৌরসভা যুবলীগের সভাপ‌তি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, তারাবো পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সভাপ‌তি বিএম আতিকুর রহমান, সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবেল, তারাবো পৌরসভা ছাত্রলীগের সভাপতি আওলাদ হোসেন বাদল, সাধারণ সম্পাদক মনির হোসেন সুমেলসহ আরও অনেকে।

বিজ্ঞাপন

১৫ আগস্ট গাজী দস্তগীর বঙ্গবন্ধু

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর