৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, পরিবারকে প্রাণনাশের হুমকি
২৩ আগস্ট ২০১৯ ১৫:৪২ | আপডেট: ২৩ আগস্ট ২০১৯ ১৫:৫৩
ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার একটি গ্রামে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা প্রকাশ করলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে ওই শিশুর পরিবারকে। বর্তমানে শিশুটি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
শিশুটির পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে একই গ্রামের আনু মিয়ার বাড়িতে দুধ নিয়ে গেলে কাজী আনু মিয়ার ছেলে কাজী পাপেল শিশুটির মুখ চেপে ধরে একটি রুমে নিয়ে যায় এবং সেখানে ধর্ষণ করে। পরে শিশুটি বাড়িতে ফেরার পর শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেসময় শিশুটি জানায়, তাকে ধর্ষণ করা হয়েছে।
এদিকে, শিশুটির মা অভিযোগ করেছেন, ধর্ষণের ঘটনা প্রকাশ করা হলে প্রাণনাশের হুমকিও দিয়েছে ধর্ষণকারী। যে কারণে তারা এ ঘটনায় থানায় অভিযোগ বা মামলা করতেও ভয় পাচ্ছেন।
এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, শিশুর ধর্ষণের শিকার হওয়ার কথা শুনেছি। হাসপাতালে শিশুটির ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা করা হবে। আর পরিবারের অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।